জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদে অংশগ্রহণকারী ও অতিথিরা। ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক দলের মধ্যে যতই ভিন্নমত থাকুক, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ। মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আইসিটি আইনে আওয়ামী লীগের বিচার করা যাবে। ফ্যাসিস্টের সঙ্গে যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনার সুযোগ রয়েছে।
আজ শনিবার (৫ই জুলাই) রাজধানীতে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর এফডিসিতে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অ্যাটর্নি জেনারেল। ছায়া সংসদে যুক্তিতর্ক উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
সারাদেশে মব সম্পর্কে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, মব সন্ত্রাস যেটা হচ্ছে, এটা এক ধরনের ক্রোধ। এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়। গত ১৭ বছরের জমে থাকা ক্রোধ। স্বজন হারানোর ক্রোধ, গুম করার ক্রোধ, মিথ্যা গায়েবি মামলার ক্রোধ। তবে এ ক্রোধ সমীচীন নয়। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। কোনোভাবেই মব সন্ত্রাস গ্রহণযোগ্য নয়। এটি জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।’