সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভিক্ষা করে দেড় মাসে আয় আড়াই লাখ রুপি, অতঃপর পুলিশ কাস্টডিতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

ভারতের ইন্দোরের একটি ব্যস্ত রাস্তা থেকে এক নারী ও তার মেয়েকে আটক করেছে পুলিশ। ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি জোর করে সন্তানদের দিয়ে ভিক্ষা করান। পুলিশ কাস্টডিতে নেওয়ার পর ইন্দ্রা বাঈ নামের ওই নারী জানান, মাত্র ৪৫ দিনে ভিক্ষা করে তারা আড়াই লাখ রুপি জমিয়েছেন। 

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভিক্ষা করেই একটি দোতলা বাড়ি বানিয়েছেন ইন্দ্রা বাঈ। তার স্বামী ভিক্ষার টাকায় কিনেছেন মোটরসাইকেল। একটি জমিও কিনেছে এই পরিবার। এমনকি প্রায় ২০ হাজার রুপি দামের একটি স্মার্টফোনও রয়েছে ইন্দ্রার। 

আরো পড়ুন : ফ্রিজ-এসি-ল্যাপটপ কিনতে মুরগি চুরি, ২০ বছরের কারাদণ্ড

বিভিন্ন অপরাধে যুক্ত থাকার দায়ে সোমবার ইন্দ্রাকে কারাগারে পাঠানো হয়েছে। এক মেয়েকে হস্তান্তর করা হয়েছে একটি এনজিও প্রতিষ্ঠানের কাছে। ৭ বছর বয়সী এই মেয়ে ছাড়াও ইন্দ্রার আরও চার সন্তান রয়েছে। তাদের বয়স যথাক্রমে ১০, ৮, ৩ ও ২। 

ভিক্ষুকদের নিয়ে কাজ করা ওই স্থানীয় এনজিও বলছে, তারা ৭ হাজার ভিক্ষুকের তথ্য যাচাই করেছেন। এদের অর্ধেকই শিশু। সব ভিক্ষুক মিলে বছরে ২০ কোটি রুপি পায় তারা।

ইন্দ্রা বাঈ পুলিশকে জানায়, ভিক্ষা করার জন্য তারা এমন রাস্তা বেছে নিতেন, যেখানে তীর্থযাত্রীদের ভিড় থাকতো। এসব রাস্তায় ভিক্ষার জন্য শিশুদের বসিয়ে রাখা হতো। 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এস/ আই. কে. জে/ 

মালিক

খবরটি শেয়ার করুন