বৃহঃস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সংকটেও বিনিয়োগ বেড়েছে পোশাক খাতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়ে থমকে গিয়েছিল বিশ্ব অর্থনীতি। বন্ধ হয়ে যায় নামি অনেক কোম্পানি। এরপর করোনার প্রকোপ কিছুটা কমায় ঘুরে দাঁড়ায় পোশাক খাত। তবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ফের থমকে যায় অর্থনীতি। বেড়ে যায় জ্বালানি ও গ্যাস-বিদ্যুতের দাম। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটে পড়ে দেশের রপ্তানি আয়ের নেতৃত্ব দেওয়া পোশাক খাত। 

তবে এমন বৈরী পরিবেশেও বিনিয়োগ আসে দেশে। গড়ে ওঠে কারখানা। গত দুই বছরে ছয় শতাধিক নতুন কারখানা গড়ে উঠেছে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সূত্রমতে, ২০২৩ সালে নতুন করে ২৬৪ কারখানায় বিনিয়োগ এসেছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৩৩০টি। 

তথ্য বলছে, গত দুই বছরের দেশে নতুন করে বিনিয়োগ এসেছে ৫৯৪টি কারখানায়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, গত বছরে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ৭৩৯ কোটি ডলার। যেটা ২০২২ সালে ৪ হাজার ৫৭১ কোটি ডলারে নামে। সে হিসাবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ১৬৮ কোটি ডলার বেশি পোশাক রপ্তানি হয়েছে।


সংকটের মাঝে সুখবর হলো নতুন বাজারে আমাদের পোশাক রপ্তানি ক্রমেই বাড়ছে। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ১২ দশমিক ২৮ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ৪ দশমিক শূন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার ছিল।

এ বিষয়ে ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনেক দেশকেই এখন হিমশিম খেতে হচ্ছে। অনেক বড় বড় বাজারে রপ্তানি কমে এসেছে। নতুন বাজার বা অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়ছে। এটি দেশের তৈরি পোশাক খাতের জন্য ইতিবাচক দিক। তিনি বলেন, অর্থবছরের ছয় মাসে দেশের পোশাক রপ্তানির প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ৯ দশমিক ৯৮ শতাংশ, ২৪ দশমিক ৬৭ শতাংশ এবং ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ বেড়েছে। 

এইচআ/ আই.কে.জে/  


বিজিএমইএ নতুন বিনিয়োগ পোশাক খাত বিকেএমইএ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন