ছবি: সংগৃহীত
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সাক্ষাতে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান নিরাপত্তা উপদেষ্টা।
বুধবার (১৯শে নভেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কলোম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি এবং দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এ সময় অজিত ডোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান খলিলুর রহমান।
খবরটি শেয়ার করুন