শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী *** পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ *** শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী *** শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দী করেছে ইসরায়েল *** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল *** জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে ১৫ই অক্টোবর

আমার দুইটা বয়ফ্রেন্ড আমার থেকে ছোট ছিল : জাহারা মিতু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৪

#

ঢাকাই চিত্রনায়িকা জাহারা মিতু। সামাজিক মাধ্যমে এই নায়িকাকে নিয়ে চর্চা কম নয়। প্রায়ই বিভিন্ন আলোচনায় সংবাদের শিরোনামও হন তিনি। নায়িকার ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই চর্চাটা বেশি।

মাঝে মাঝেই বিভিন্ন জনের সঙ্গে মিতুর প্রেমের গুঞ্জন ওঠে। কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, আবার কখনও ক্রিকেটার; আদতে এর কোনো প্রমাণও মেলেনি। তবে সত্যিকারে মিতুর অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিগত জীবনের সঙ্গীকে নিয়ে।

তবে নায়িকা মিতু হয়ত একাধিক প্রেমে জড়িয়েছেন। এর আগে এক প্রাক্তন প্রেমিককে নিয়ে রীতিমতো আক্ষেপও করেন এই নায়িকা। জানিয়েছিলেন, সত্যিকারের একজন কেউ ছিলেন তার জীবনে; তাকে নাকি ভালোবাসেন।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও প্রেম জীবন নিয়ে মুখ খুলেছেন জাহারা মিতু। জানালেন, একাধিক প্রেমিক ছিল তার। তাও তারা নাকি বয়সে ছোট!

কথায় আছে, ভালোবাসা না মানে বয়সের বাধা! অনুরাগীরা হয়তবা মনে করতে পারেন, জাহারা মিতুর জীবনে তেমনই কিছু ছিল। কিন্তু মিতু জানালেন, বয়সে ছোট প্রেমিকদের নাকি আদর-শাসনে রাখা যায়! তাহলে কী নিজ ইচ্ছাতেই বয়সে ছোট প্রেমিক খুঁজতেন মিতু?

মিতুর কথায়, ‘আমার থেকে একদিনের বড় ছেলে আমার থাকে না। মনে করি রিলেশনশিপে আমি অনেক বেশি ম্যাচিউর। এটা হচ্ছে সবথেকে বড় কথা। বলতে বলতে টায়ার্ড, কিন্তু এটা ভেরি ট্রু, হয়না। একেকজনের একেকটা পছন্দ হতে পারে। আমার দুইটা বয়ফ্রেন্ডও আমার থেকে ছোট ছিল। সো আমার হয় না। আমার থেকে বড় যদি কেউ হয়, তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। বয়সে আমার চেয়ে ছোট হলে ভাল, যেন আদরে রাখতে পারি।’

তবে কাজের জায়গা থেকে কখনও হয়ত সম্পর্কে জড়াননি মিতু। বললেন, ‘নিজের কাজের জায়গায় আমি কখনও রিলেশনশিপে যাই না। আমার আগের যে দুইজন বয়ফ্রেন্ড ছিল, একইসাথে কাজ করেছি এমন না। হতে পারে এমন যে, রিলেশন হওয়ার পরে আমরা কাজ করেছি। কিন্তু কাজ করতে গিয়ে কোনো রিলেশনশিপে আমি যাই না, এতে কাজের জায়গাটা নষ্ট হয়।’

নায়িকা জাহারা মিতু এখনকার প্রজন্মের নায়িকা। এক সময় ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করতেন তিনি। সেখান থেকে এসেছেন সিনেমায়। জাহার মিতু ক্যারিয়ারে এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমায় যুক্ত হলেও এরইমধ্যে তিনি জুটি বেঁধেছেন সুপারস্টার শাকিব খান এবং ওপারের সুপারস্টার দেবের সঙ্গে।

ওআ/

জাহারা মিতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250