ছবি: সংগৃহীত
ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের জন্ম বাঙালি পরিবারে হলেও বেড়ে উঠেছেন হিন্দি জগতের অন্দর থেকে। অনেক ছোট বয়সেই মুম্বাইতে অংশ নেন একটি সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠানে। এরপর থেকে সংগীতের ওপর তার কঠোর পরিশ্রম এনে দেয় লাইমলাইটে।
ভারত ছাড়াও সারা বিশ্বে কমবেশি পরিচিতি রয়েছে শ্রেয়া ঘোষালের। 'লাইফস্টাইল এশিয়া'র এক প্রতিবেদনে জানা যায় ২০টি আলাদা ভাষায় প্রায় ৩০০০-টির বেশি গান গেয়ে ফেলেছেন শ্রেয়া। গানের জগতে রাজত্ব করছেন প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে। সুরের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়।
আরও পড়ুন: বিয়ের পর আমি নাকি ঠান্ডা হয়ে যাবো: সিঁথি
সম্প্রতি লাইফস্টাইল এশিয়া'র প্রতিবেদনে উঠে এসেছে মুম্বাই ও কলকাতায় বিলাসবহুল বাড়ি রয়েছে শ্রেয়ার। এছাড়াও মার্সেডিজ বেঞ্জ এস রয়েছে তার, যার দাম ১ কোটি ৭১ লক্ষ রুপি। এছাড়াও রয়েছে বিএমডব্লিউ ফাইভ সিরিজের একটি গাড়ি। যার দাম ৬৫ লক্ষ ৩৮ হাজার রুপি। ১ কোটি ৬৯ লক্ষ রুপির রেঞ্জ রোভার থেকে শুরু করে ২ কোটি ৮০ লক্ষ রুপির আরও একটি রেঞ্জ রোভার রয়েছে শ্রেয়ার কালেকশনে।
এদিকে ডিএনএ'র একটি রিপোর্ট জানাচ্ছে, প্রতি গানের জন্য ২৫ লক্ষ রুপি নেন শ্রেয়া ঘোষাল। যা কিনা সুনিধি চৌহান, অরিজিৎ সিংয়ের থেকেও বেশি। এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটি ছাড়িয়েছে বলে খবর পাওয়া গেছে।
মাত্র ১৪ বছর বয়সে এক রিয়ালিটি শো থেকেই উত্থান শ্রেয়ার। সেই শো'য়ে বিজয়ী হওয়ার পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন