শনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহিংসতায় আহতদের চিকিৎসা ও আয়ের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী *** প্রতিটি হামলার ঘটনার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী *** সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত *** পুলিশকে টার্গেট করেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান *** শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী *** লাখ লাখ টাকার মুখি কচু বিক্রি হয় যশোরের বাসাবাড়ি হাটে *** বাজারে মানব চেহারার রোবট আনতে চান ইলন মাস্ক *** ভুলের পর ক্ষমা চাওয়া মহৎ গুণ *** লটকন চাষে ভালো আয় করছেন স্কুলশিক্ষক শামছুল আলম *** পুরুষের প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে করণীয় কী?

প্রসেনজিৎ-ঋতুপর্ণার প্রেম নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

টলিপাড়ার অন্যতম স্পষ্টবাদী হিসেবে যার নাম চলে আসে তিনি হলেন শ্রীলেখা মিত্র। বছর তিনেক আগে ইন্ডাস্ট্রির ‘হেভিওয়েট’দের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। স্বজনপোষণের অভিযোগ এনেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ফের সরব হলেন শ্রীলেখা। ভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন না জানা অনেক কথা। 

বছর কয়েক আগে ঋতুপর্ণা বলেছিলেন, ‘আমি তো ১৫ বছর বুম্বাদার সঙ্গে কাজ করিনি, তখন কেন শ্রীলেখা কাজ করল না প্রসেনজিতের সঙ্গে’। বিষয়টি নিয়ে শ্রীলেখার স্পষ্ট জবাব, ‘আমরা প্রায় একসময়ই ছবি করা শুরু করি, তখন তো ওদের (প্রসেনজিৎ-ঋতুপর্ণা) প্রেমটা ছিল। সেই সময় ব্যাপারটা আজকের মতো ছিল না।

প্রযোজক হিরোর কাছে আসত। সেই সময় হিরো শুধু নায়িকা নয়, চরিত্রাভিনেতাদের নামও বলে দিত। এটাই পাওয়ার গেম। এখন তো আর সেটা সম্ভব নয়। এটা সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষ এসব করার আগে পাঁচবার ভাববে। মি টু-ফি টু, এত কিছু হয়ে গেছে।’

আরো পড়ুন: রেখার জন্যই সালমান আজও অবিবাহিত!

প্রসেনজিতের কাছ থেকে কোনো ধরণের কুপ্রস্তাব পাননি উল্লেখ করে তিনি বলেন, ‘একটা ব্যাপার হয়ে গেছে…বুম্বাদা আমাকে কোন রকম প্রস্তাব দিয়েছিল। আমি স্পষ্ট করে দিতে চাই, বুম্বাদা আমাকে কোনওদিন কোনওরকম কুপ্রস্তাব দেয়নি। আমি সেই সময় শুধু কাজ করতাম। কাজের পরে আড্ডাটা মারিনি। ফলে কারো কোনও গুড বুকে ছিলাম না, কারণ আমি মনে করতাম কাজ করাই আমার পিআর। আমি আজ পর্যন্ত কোনও দিন প্রেস ডেকে বড় করে জন্মদিনও পালন করিনি।’

এসি/ আই.কে.জে

প্রসেনজিৎ-ঋতুপর্ণা শ্রীলেখা

খবরটি শেয়ার করুন