শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

উত্তর প্রদেশের গ্রামে গুগল ম্যাপসের কর্মীরা...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরের এক গ্রামে জরিপ করতে গিয়েছিল গুগল ম্যাপসের একটি দল। সে সময় চোর সন্দেহে স্থানীয়দের হাতে তারা পিটুনির শিকার হয়। এ সময় কয়েকজনকে উলঙ্গ করে হেনস্তা করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৮শে আগস্ট) রাতে কানপুরের বিরহার গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গতকাল গুগল ম্যাপসের জন্য নিযুক্ত টেক মাহিন্দ্রার কর্মীরা একটি বিশেষ যন্ত্রসংবলিত গাড়ি ও ক্যামেরার সাহায্যে রাস্তার ছবি তুলছিলেন, যাতে মানচিত্রে সঠিকভাবে রাস্তা চিহ্নিত করা যায়। কিন্তু গ্রামবাসী ওই ক্যামেরাযুক্ত গাড়িকে সন্দেহজনক মনে করেন এবং ধারণা করেন, চুরির উদ্দেশ্যে তথ্য সংগ্রহের জন্য ক্যামেরা বসানো হয়েছে।

কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু মানুষ গাড়িটি ঘিরে ফেলেন। কর্মীদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে দলটির সদস্যদের মারধর শুরু করেন গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে হস্তক্ষেপ করে।

পরে গ্রামবাসী ও জরিপকারী দল—দুই পক্ষকেই থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গুগল ম্যাপসের কর্মীরা জানান, তারা চোর নন; গ্রামের মানচিত্র তৈরি করছিলেন। তাদের কথা শোনার পর গ্রামবাসী শান্ত হন।

গুগল ম্যাপসের এক কর্মী এনডিটিভিকে বলেন, ‘আমার দল নিয়ে আমরা মানচিত্র তৈরির কাজে গিয়েছিলাম। কিন্তু ভুল-বোঝাবুঝির কারণে স্থানীয়রা আমাদের মারধর করে। আমাকে উলঙ্গ করে। অথচ আমরা এই কাজের জন্য ডিজিপির (পুলিশের মহাপরিচালক) অনুমতি নিয়েছিলাম।’ স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে, যার কারণে তারা অতিরিক্ত সতর্ক ছিলেন।

এ ঘটনায় গুগল ম্যাপসের দলটি গ্রামবাসীর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করেনি। কানপুর পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয় এবং নিশ্চিত হয় যে গুগল ম্যাপসের কাজ চলছিল।

বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং স্থানীয়দের শান্ত করে বাড়ি পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জে.এস/

উত্তর প্রদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন