সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

টাকা ছাপিয়ে বাজারে ছাড়া হচ্ছে না : কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিবিদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

টাকা ছাপিয়ে বাজারে ছাড়া হচ্ছে বলে যে কথা বলা হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান। রোববার ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে বাজারে ছাড়ছে- কয়েকজন ব্যবসায়ী ও অর্থনীতিবিদের এমন আলোচনার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। 

ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে ‘বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা (জুলাই-ডিসেম্বর, অর্থবছর ২০২৪)’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

সেমিনারে ডিসিসিআইর সাবেক সভাপতি শামস মাহমুদ বলেন, উচ্চ মূল্য দিয়েও শিল্পখাতে চাহিদামত জ্বালানি পাওয়া যাচ্ছে না। ফলে পণ্য উৎপাদন সংকুচিত হচ্ছে। নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করা না গেলে দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা দেখা দেবে। বেসরকারি খাতের জন্য প্রয়োজনীয় টাকার সংস্থান নিশ্চিত করার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার একদিকে সুদের হার বাড়িয়েছে। আরেকদিকে সরকারের প্রয়োজন মেটাতে টাকা ছাপাচ্ছে, যেটা বিপরীতমুখী।

পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, অর্থনৈতিক আকাঙ্খা রয়েছে, তবে সেখানে সময় মতো পৌঁছানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেই। বর্তমানে দেশের কর জিডিপির অনুপাত ১০ শতাংশ। এটি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে খেলাপি ঋণ বেসরকারি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। এতে রাষ্ট্রের কোষাগারের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এসব কারণে টাকা ছাপিয়ে সরকারকে দিতে হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান এ বক্তব্যের বিরোধিতা করে বলেন, অনেকেই বলেন যে টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে। তারা না জেনে সম্পূর্ণ ভুল বক্তব্য দিচ্ছেন। টাকা ছাপানোর বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স শিটের মাধ্যমে বোঝা যায়। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স শিটের আকার গত ছয় মাসে (জুলাই-ডিসেম্বর সময়ে) হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩১৫ কোটি টাকা, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক শূন্য ৩ শতাংশ কম। অর্থাৎ যত টাকা বাংলাদেশ ব্যাংকের ভল্টে প্রবেশ করেছে, তার চেয়ে কম টাকা বাজারে ছাড়া হয়েছে। কাজটি সংকোচনমূলক মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে। ফলে টাকা ছাপিয়ে বাজারে দেওয়া হচ্ছে, এ কথা সঠিক নয়।

তিনি আরও বলেন, মুল্যস্ফীতি না কমা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সংকোচনমুখী নীতি অব্যাহত রাখবে। আগামী দুই বছরের মধ্যে শিল্পখাতে খেলাপি ঋণ ৮ শতাংশের নিচে নামিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক একটি রোডম্যাপ গ্রহণ করেছে।

সেমিনারে ড. মসিউর রহমান বলেন, গত কয়েক দশকে দেশের অর্থনীতির মৌলিক পরিবর্তন এসেছে, তার মধ্যে বেসরকারি খাতের সম্প্রসারণ অন্যতম। এমতাবস্থায় যেকোনো নীতির সফল বাস্তবায়ন হবে না, যদি না ব্যক্তিখাতের সমস্যা ও সম্ভাবনা মূল্যায়ন করে নীতি প্রণয়ন না হয়। সেই সাথে বেসরকারি খাতকে সকল সমস্যা সমাধানে সরকারের ওপর নির্ভর করার পরামর্শ দেন তিনি।

আই.কে.জে/

টাকা ছাপিয়ে বাজারে ছাড়া হচ্ছে না

খবরটি শেয়ার করুন