ছবি: সংগৃহীত
বিএনপিকে রাজনীতিতে নিষিদ্ধ করার কোনো চিন্তা নেই আমাদের; এমনকি বিএনপিকে নিয়ে কোন মাথাব্যথাও নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৮ই ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় দ্বাদশ সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে মাথাব্যথা নেই আমাদের। কারণ, তারা মুখে যেই গর্জন দেয়, বাস্তবে আষাঢ়ে তর্জন গর্জন। তারা মুখে যা বলছে, কার্যক্ষেত্রে তারা তা দেখাতে পারেনি। দেশের মানুষকে তাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে পারেনি। মানুষ সম্পৃক্ত হলে আন্দোলন সফল হয়। মানুষ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি।
আরও পড়ুন: জাতীয় পার্টির কাউন্সিলের তারিখ ঘোষণা করলেন রওশন
যুবলীগ বিএনপির নিবন্ধন বাতিল ও দলটিকে রাজনীতিতে নিষিদ্ধ করার জন্য ইসিতে আবেদন করেছে। এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে রাজনীতিতে নিষিদ্ধ করার বিষয়ে আওয়ামী লীগের কোনো চিন্তা নেই।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যুবলীগ আমাদের একটা সংগঠন। তাদের স্বতন্ত্র একটা সত্তা রয়েছে। তারা দাবি করতে পারে। মূল দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ ধরনের চিন্তা ভাবনা করলে বলতাম। আমাদের কোনো নেতা এ বিষয়টি অবতারণা করেনি। আমাদের উদ্বেগও নেই, এটা নিয়ে কোনো চিন্তাও নেই। ছাত্রলীগের এক নেতা দাঁড়িয়ে বলে গেল, বিএনপিকে নিষিদ্ধ করতে, তাতে কি আমরাও ওর সঙ্গে লাফাব? তারা তাদেরটা বলুক। যুবলীগ যুবলীগের চিন্তা থেকে বলছে, যুবলীগ চাইলে তো একটা জাতীয় দল নিষিদ্ধ হয়ে যাবে না।
এসকে/
খবরটি শেয়ার করুন