শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা *** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে

বাংলা ভাষায় কথা বললেই কাউকে বিদেশি মনে করা যাবে না, রায়ে ভারতের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের নিয়ে এক মামলার রায়ে গতকাল শুক্রবার (২৯শে আগস্ট) ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, বাংলা ভাষায় কথা বলেন বলেই কাউকে বিদেশি মনে করা যাবে না। আদালতের এই আদেশকে ভারতের সংবিধান ও মানবাধিকারের আলোকে বড় স্বীকৃতি বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। খবর দ্য হিন্দু ও পিটিআইয়ের।

এই মামলা শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সামিরুল ইসলাম ও পশ্চিমবঙ্গ মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের আবেদনের ভিত্তিতে। তারা অভিযোগ করেছিলেন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করা হচ্ছে; অথচ তাদের নাগরিকত্বের বৈধ কাগজপত্র দেখানোর সুযোগই দেওয়া হচ্ছে না।

সুপ্রিম কোর্ট জানান, বাংলা ও পাঞ্জাবি ভাষাভাষী মানুষের একটি ঐতিহাসিক সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সীমান্ত বিভাজন হলেও ভাষাকে কোনো নাগরিকত্বের মাপকাঠি বানানো যায় না। আদালত স্পষ্টভাবে বলে দিয়েছে, ‘It cannot be on the basis of language.’

একই সঙ্গে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন, এসব শ্রমিকের আটক বা ডিপোর্টেশন-সংক্রান্ত আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনতে হবে। আটকে থাকা শ্রমিকদের দ্রুত ন্যায়বিচার পাওয়ার পথ খুলে দিল এই নির্দেশ।

এদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দিয়েছেন, ভারত যেন বিশ্বের অবৈধ অভিবাসীদের রাজধানী না হয়ে যায়, সেদিকেও নজর রাখতে হবে। তবে আদালতের পর্যবেক্ষণ ছিল স্পষ্ট, ভাষা দিয়ে কারও নাগরিকত্ব প্রমাণ বা অস্বীকার করা সম্ভব নয়।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায় শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লাখো বাংলা ভাষাভাষী শ্রমিকদের জন্য আশার আলো হয়ে এল। পরিবারের রুটি-রুজির জন্য যারা দূরে গিয়ে কাজ করেন, তাদের মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় এটি বড় পদক্ষেপ।

জে.এস/

ভারত সুপ্রিম কোর্ট আদালতের রায় বাংলাভাষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন