নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন এবং অন্যান্য কমিশনারদের শপথ আজ রোববার (২৪শে নভেম্বর)। দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়াবেন।
গত বৃহস্পতিবার চতুর্দশ সিইসি হিসেবে এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে, তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিলো।
কমিশনার হিসেবে যারা শপথ নেবেন তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
আই.কে.জে/
খবরটি শেয়ার করুন