ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে মাঘের শেষ সময়ে এসে বেড়েছে শীত। জলবায়ুর পরিবর্তনে এ জেলাতেও বদলেছে শীতের চরিত্র।
রোববার (৯ই ফেব্রুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২রা ফেব্রুয়ারি থেকে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হচ্ছে এ অঞ্চলে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।
আরো পড়ুন : ছয় জেলায় বইছে শৈত্যপ্রবাহ
এস/ আই.কে.জে