রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জনসাধারণকে ধৈর্য ধরে শান্ত থাকার অনুরোধ হাসনাতের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে জনসাধারণকে ধৈর্য ধরা ও শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।

হাসনাত ওই পোস্টে লেখেন, সারা দেশের সকল সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনও ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেবো না। ৫ই আগস্টের পর থেকেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করেই যাচ্ছে। দয়া করে নিজেরা নিজেরা কোন্দলে জড়িয়ে কুচক্রী এই মহলের হীন ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দিয়েন না।

চট্টগ্রামে আইনজীবীর মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার দাবি করে তিনি বলেন, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। কোনও নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আপনারা শান্ত থাকুন, সতর্ক থাকুন, ধৈর্য ধরুন।


উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীতে অস্থিরতা বিরাজ করছে। এক শিক্ষার্থীর মৃত্যুর পেছনে ‘ভুল চিকিৎসাকে’ দায়ী করে গত দুই দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাধিক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালিয়েছে এবং সংঘর্ষে জড়িয়েছে। এদিকে ব্যাটারিচালিত রিকশার চালকরাও বেশ কয়েকদিন ধরে রাজপথে আন্দোলন করছেন। এর বাইরেও বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের ব্যানারে প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন-বিক্ষোভ চলছে যার ফলে নগরবাসীর স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত হচ্ছে।

ওআ/কেবি

হাসনাত আব্দুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন