সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধুর চেয়ে একটুখানি বেশি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখনকার যুগে যে কোনো সম্পর্কের নাম দেওয়া সত্যি খুবই মুশকিল। একজন আরেক জনের কি হয় সম্পর্কে সেটাও না বলা পর্যন্ত বোঝা যায় না। তেমনিই একটি সম্পর্কের নাম বন্ধুত্ব।

একজোড়া শালিকের মতো সবসময় একসাথে দেখা মিলে তাদের। যেমন: সোমা আর সোভন (ছন্দমান)।  তবে তারা কি আসলেই বন্ধু! 

সকালে উঠেই মোবাইলটা নিয়ে গুড মর্নিং উইশটা না করলে যেন দিনই শুরু হয় না সোমার। আর সোভনও যেন অপেক্ষায় থাকে, কখনো দুপুর গড়িয়ে গেলে ভেতরে কেমন যেন অস্থিরতা অনুভব করে। 

আরো পড়ুন : একজন ভালো জীবনসঙ্গীর গুণাবলী

কোথায় যাচ্ছে, কী দেখছে অপরজনকে ছবি না পাঠানো পর্যন্ত যেন স্বস্তি নেই। মনে হয় একজনের চোখ দিয়েই অন্যজন দেখে নিচ্ছে।

তার কথা মাথায় রেখে ছবি বা স্ট্যাটাস শেয়ার করা। অনেক লাইক-কমেন্টের মাঝেও তার জন্য অপেক্ষা। তার সঙ্গে দেখা বা কথা হওয়ার সামান্য সুযোগও হাতছাড়া করতে ইচ্ছে করে না।  

দেখা হয়তো খুব একটা হয় না, তবে একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা হয়।গুরুত্বপূর্ণ কোনো কাজে অনেক কাছের বন্ধু বা পরিবারের আগে সোমা নির্ভর করে সোভন এর ওপর। একজনের প্রয়োজনে আরেকজন দায়িত্ব নিয়ে থাকেন।

কি ভাবছেন? এ সম্পর্কের নাম কি দিবেন! 

এ ধরনের সম্পর্ককে বলে অলমোস্ট রিলেশনশিপ। মানে এমন সম্পর্ক যা বন্ধুত্বের থেকে অনেক গুণ বেশি, কিন্তু প্রেম নয়।

এস/এসি

বন্ধু

খবরটি শেয়ার করুন