বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘আরবান ডেভেলপমেন্ট প্লান ফর গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়া’ বিষয়ক জাতীয় সেমিনার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জন্য “আরবান ডেভেলপমেন্ট প্লান ফর গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়া” বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ই জুন) দিনব্যাপী ঢাকার গুলশানস্থ  দ্যা ওয়েস্টিন হোটেলের বলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে দেশের জাতীয় পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা করতে হবে এবং এই মাস্টার প্লান সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন,  সুস্থ ও উন্নত জীবনযাপন করতে হলে সময়কে কাজে লাগাতে হবে। দেশ-বিদেশের উন্নত ও সমৃদ্ধ নগরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সময়োপযোগী ও স্মার্ট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনকে সমৃদ্ধ ও যুগোপযোগী মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য স্বাগত জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, স্বাধীনতার পর ৫৩ বছরের ইতিহাসে গাজীপুর এলাকার জন্য সর্বপ্রথম মাস্টারপ্ল্যান অনুমোদিত হয়। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য সুশীল সমাজের প্রতিনিধি,  ওয়ার্ড কাউন্সিলর,  স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর  উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে ডুয়েট ও ডুয়েটের বাইরের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়ার জন্য মাস্টার প্ল্যানে ডুয়েট যুক্ত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে পেরে আমরা গর্বিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, গাজীপুরবাসীর উন্নয়নে এই মাস্টার প্ল্যান ব্যাপকভাবে কাজে লাগবে।

আরো পড়ুন: স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা

সেমিনারে বিশেষ অতিথি হিসাবে  আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র জায়েদা খাতুন।  তিনি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ঐক্যবদ্ধ গাজীপুর গড়ে তুলতে এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের  অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তারা।

ডুয়েটের কনসালটেন্সি রিসার্চ অ্যান্ড টেস্টিং সার্ভিস (সিআরটিএস), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এ সেমিনারটি আয়োজিত হয়।

এসি/ আই.কে.জে/

সিটি কর্পোরেশন "আরবান ডেভেলপমেন্ট প্লান

খবরটি শেয়ার করুন