বুধবার, ৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংখ্যালঘুদের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনা উদ্বেগজনক, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য *** সাম্প্রদায়িক সহিংসতার তীব্রতায় গভীর ক্ষোভ, ভোট দেওয়া নিয়ে সংখ্যালঘুরা শঙ্কিত *** বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি *** ফিলিস্তিনের জন্য সুখবর, লন্ডনে দূতাবাস উদ্বোধন *** এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ *** ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত *** মাদুরোর ওপর বাজি ধরে ৫ কোটি টাকা জিতলেন জুয়াড়ি *** মাদুরোর সহকারীর নেতৃত্ব মানেন না মাচাদো, দেশে ফেরার ঘোষণা *** ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানালেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো *** হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা, অভিযোগপত্রে যা বলল ডিবি

বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে আসায় চীনের স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসায় স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও উন্নয়ন সহযোগী রাষ্ট্র চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মঙ্গলবার ৩০শে জুলাই নিয়মিত প্রেস কনফারেন্সে বলেন, বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সব কিছুতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। এতে বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন আনন্দিত।

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন সংস্থার উদ্বেগ প্রকাশের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও লিন জিয়ান বলেন, চীন ও বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা হয়েছিল, সেই সমঝোতার আলোকে দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং দুই দেশের জনগণকে আরও সুবিধা দিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছেন। এমনকি এ বিষয়ে সংস্থাটির কাছে বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণও রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া এ আন্দোলনে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলেও সংস্থাটির কাছে বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ২৯শে জুলাই জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। 

আরও পড়ুন: ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবে : হামাস

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল ফন্টেলেস মঙ্গলবার ৩০শে জুলাই এক বিবৃতিতে বাংলাদেশে বেআইনি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ২৯শে জুলাই দেশটির পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে শান্তিপূর্ণ সমাবেশের প্রতি অবিচল সমর্থনের কথা জানানো হয়।

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা বন্ধ এবং বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সহিংসতায় দুই শতাধিক মৃত্যুর জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে তারা। মঙ্গলবার ৩০শে জুলাই প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কলামার্দ এ আহ্বান জানান।

এসি/কেবি


কোটা আন্দোলন চীনের প্রতিক্রিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সংখ্যালঘুদের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনা উদ্বেগজনক, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

🕒 প্রকাশ: ০১:২১ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

সাম্প্রদায়িক সহিংসতার তীব্রতায় গভীর ক্ষোভ, ভোট দেওয়া নিয়ে সংখ্যালঘুরা শঙ্কিত

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

🕒 প্রকাশ: ১২:৫৯ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

ফিলিস্তিনের জন্য সুখবর, লন্ডনে দূতাবাস উদ্বোধন

🕒 প্রকাশ: ১২:৪৯ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ১২:৪১ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

Footer Up 970x250