রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভাইরাল হলো সালমান খানের ‘ভালোবাসার চিঠি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

সালমান খানের ‘ভালোবাসার চিঠি’

সম্প্রতি বলিউড অভিনেতা সালমান খানের হাতে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১৯৯০ সালের ওই চিঠিটি নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। কারণ, চিঠিতে উল্লেখ আছে ভালোবাসার কথা। কার উদ্দেশে এই প্রেমপত্রে ভালোবাসার কথা লিখেছিলেন বলিউড ভাইজান? অবশ্যই তার প্রেমিকা ছিল দর্শক।

১৯৮৯ সালের ২৯শে ডিসেম্বর মুক্তি পায় সালমান-ভাগ্যশ্রী জুটির ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমাটি। সেই সময় এটি বক্স অফিসে হইচই ফেলে দেয়। রেকর্ড ব্যবসা করে।

নায়ক হিসেবে প্রথম সিনেমা সুপারহিট হওয়ায় সালমান আবেগঘন কথামালায় দর্শকদের উদ্দেশে লিখেছিলেন একটি প্রেমপত্র।

সালমান লেখেন, আমি চাই আপনারা আমার সম্পর্কে একটা বিষয় জানুন। আমাকে গ্রহণ করার জন্য এবং আমার অনুরাগী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।

আরো পড়ুন: পদ্মশ্রী পুরস্কার গ্রহণের পর দেশে সংবর্ধনা, আপ্লুত বন্যা

চিঠিতে তিনি আরো লেখেন, আমি সিনেমা করার বিষয়ে বেশ খুঁতখুঁতে। আমি আমার বিচার-বুদ্ধি থেকে ভালো চিত্রনাট্য বেছে নেওয়ার চেষ্টা করি। কারণ, আমি জানি এখন আমি যাই করি না কেন তার সঙ্গে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র তুলনা করা হবে। তাই আপনারা যখনই আমার কোনো সিনেমার ঘোষণা শুনবেন, নিশ্চিত থাকুন সেটা একটা ভালো সিনেমা হতে চলেছে। আর আমি সেই ছবিতে আমার ১০০ শতাংশ দেব।

শেষে বলিউডের দাবাং খান লেখেন, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আশা করি আপনারাও আমাকে এভাবেই ভালোবাসতে থাকবেন। কারণ যেদিন আপনারা আমাকে ভালোবাসা বন্ধ করে দেবেন, যেদিন আপনারা আমার ছবি আর দেখবেন না, সেদিনই আমার শেষ।

প্রসঙ্গত,  সালমান খানের নতুন সিনেমা‘সিকান্দার’। সব ঠিক থাকলে ২০২৫ সালের ঈদে এটি মুক্তি পাবে।

এসি/

সালমান খান ‘ভালোবাসার চিঠি’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন