শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল *** জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে: তাহের *** জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ প্রসঙ্গে যা বললেন সারজিস *** নিহত ফিলিস্তিনিদের দেহ থেকে অঙ্গ চুরি ইসরায়েলি সেনাবাহিনীর *** খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: এ জেড এম জাহিদ *** নির্বাচন কীভাবে হবে, তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্টা

শেখ হাসিনার মামলায় পিনাকীর আটক হওয়ার বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী 'শেখ হাসিনার মামলায় ফ্রান্সে আটক পিনাকী ভট্টাচার্য’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেননি এবং পিনাকীকে আটকও করা হয়নি, বরং পুরোনো ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে জোড়া লাগিয়ে এই ভিত্তিহীন দাবিটি প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে চ্যানেল ২৪ এবং সময় টিভির লোগো সম্বলিত দুইটি ভিডিও দেখা যায়। এরপর সাংবাদিক মাসুদ কামালের বক্তব্য দেওয়ার একটি ভিডিও দেখা যায়।

উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে চ্যানেল ২৪- এর ইউটিউব চ্যানেলে গত বছরের ২৮শে এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের একটি অংশের সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা ফুটেজের মিল রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছরের ২৮শে এপ্রিল ঢাকার রমনা মডেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়, অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ। সেই ঘটনার সংবাদ এটি। 

এছাড়া, সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১১ই ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে ফুটেজের সঙ্গে প্রচারিত ভিডিওর ফুটেজে থাকা একাধিক ব্যক্তির বক্তব্যের ফুটেজের মিল রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২১ সালের ১০ই ডিসেম্বর প্যারিসের আদালতে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন তৎকালীন ফ্রান্সে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা। সেই ঘটনার নিউজ এটি। 

এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে IBTV USA নামক একটি ইউটিউব গত ১৩ই ফেব্রুয়ারি প্রকাশিত মাসুদ কামালের একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা মাসুদ কামালের বক্তব্যের অংশের মিল রয়েছে।

ওই ভিডিওতে মাসুদ কামাল পিনাকী ভট্টাচার্যকে নিয়ে সমালোচনা করেন। তবে, ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য আটক হয়েছেন- এমন কোনো দাবি মাসুদ কামাল তার বক্তব্যে করেননি। 

এদিকে, পিনাকী ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলে গত ৭ই অক্টোবর একটি ভিডিও প্রকাশিত হয়; যেটিতে পিনাকী ভট্টাচার্যকে বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করে বক্তব্য দিতে দেখা যায়। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, অনুসন্ধানে ফ্রান্সে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে শেখ হাসিনার মামলা দায়েরের কোনো প্রমাণও মেলেনি। সুতরাং, শেখ হাসিনার কথিত মামলায় ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য আটক হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

শেখ হাসিনা পিনাকী ভট্টাচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250