মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

বইমেলায় পাঠক বেশি সোহরাওয়ার্দী উদ্যানের অংশে

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সুখবর)

একটা সময় ছিল যখন বাংলা একাডেমি প্রাঙ্গণেই মুখরিত থাকত পুরো অমর একুশে বইমেলা। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা সম্প্রসারণের পর থেকে মূল প্রকাশনা সংস্থাগুলো বইয়ের পসরা মূলত সেখানেই সাজাচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন। 

এবারও এর ব্যতিক্রম হয়নি। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বাংলা একাডেমি প্রাঙ্গণে তাদের স্টল নিয়ে বসেছে। সেখানেও আছে গুরুত্বপূর্ণ সব বই আর প্রকাশনা। তবে বরাবরের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণের মেলার অংশে তেমন একটা ভিড় নেই।

সোমবার (১০ই ফেব্রুয়ারি) বইমেলার দশম দিনেও পাঠক ও দর্শনার্থীর বেশি ভিড় ছিল সোহরাওয়ার্দী উদ্যানের অংশে।

সোমবার মেলা শুরু হয় বিকেল ৩টা থেকে। চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন মেলায় নতুন বই এসেছে ৮৪টি। 

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ড. মনিরুজ্জামানের সময়রেখা: ভাষাবিজ্ঞানের ত্রিকালদর্শী পরিব্রাজক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মাশরুর ইমতিয়াজ। 

আলোচনায় অংশ নেন সালমা নাসরীন এবং মামুন অর রশীদ। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মনসুর মুসা।  

মাশরুর ইমতিয়াজ বলেন, ‘ড. মনিরুজ্জামান ভাষাবিজ্ঞানের দুরূহ পথে শুধু সরলরৈখিকভাবেই পরিভ্রমণ করেননি। বরং নজর দিয়েছেন অতীতের ভাষিক নিরীক্ষায় এবং ভবিষ্যতের ভাষা—গবেষণার সুলুক সন্ধানে। প্রতিভার মৌলিকত্বে তিনি তার স্বকীয় অবস্থান নিশ্চিত করেছেন।’

‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে সোমবার আলোচনা করেন কুদরত—ই—হুদা এবং হিজল জোবায়ের। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে এদিন ছিল আনোয়ার হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘আরশিনগর বাউল সংঘ’, সানজিদা আহমেদ লাবণ্যের পরিচালনায় নৃত্যসংগঠন ‘নৃত্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ এবং মজিবুর রহমান বিরোহীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বিরোহী শিল্পীগোষ্ঠী’র পরিবেশনা। 

এতে সংগীত পরিবেশন করেন বাউল সুভাষ বিশ্বাস, আবুল কালাম আজাদ, সাধিকা সৃজনী তানিয়া, এলাহী মাসুদ, কাজী দেলোয়ার হোসেন, এ টি এম গোলাম মোস্তফা, পিয়াল হাসান এবং শামিমা সুলতানা। 

আগামীকাল মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) ১১তম দিনে একুশে বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও সাহিত্য: শাহেদ আলী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

এতে প্রবন্ধ উপস্থাপন করবেন শিবলী আজাদ। আলোচনায় অংশ নেবেন নাজিব ওয়াদুদ এবং মোস্তাক আহমাদ দীন। সভাপতিত্ব করবেন চঞ্চল কুমার বোস।

হা.শা./কেবি


অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন