ছবি: সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তরের সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (৬ই মে) দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের দু'-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া কুষ্টিয়া, যশোর ও কুমিল্লাতেও দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।
এসব অঞ্চল ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন