শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে জামায়াত আমিরের মেয়ে নাগরিক ঐক্যের সদস্যসচিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

মেহজাবিন জান্নাত অনন্যা। ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের যশোরের বাঘারপাড়ার উপজেলা কমিটির সদস্যসচিব হয়েছেন মেহজাবিন জান্নাত অনন্যা। তিনি জেলা জামায়াতের আমির গোলাম রসূলের মেয়ে। তবে এর মধ্যে নিজের বাবার মতাদর্শের বাইরে রাজনীতি নিয়ে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কমিটি থেকে অব্যাহতি নেন তিনি।

নাগরিক ঐক্যের জেলার শীর্ষ নেতারা বলছেন, সমালোচনার ‍মুখে বাবার নির্বাচনী আসন থেকে অব্যাহতি নিলেও তিনি (মেহজাবিন জান্নাত অনন্যা) সদর উপজেলার নাগরিক ঐক্যের কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।

এর আগে ১৮ই আগস্ট উপজেলা নাগরিক ঐক্যের ১৯ সদস্যের কমিটির অনুমোদন দেন সংগঠনটির জেলার আহ্বায়ক ফেরদৌস পরশ ও সদস্যসচিব মাসুম বিল্লাহ। কমিটিতে সদস্যসচিব হয়েছেন মেহজাবিন জান্নাত অনন্যা, আর আহ্বায়ক হয়েছেন শামীম পারভেজ। এ ছাড়া ১৭ জনকে সদস্য করা হয়েছে।

পোস্টে মেহজাবিন জান্নাত লেখেন, ‘সদ্য প্রকাশিত নাগরিক ঐক্য বাঘারপাড়া কমিটির সদস্যসচিব পদ থেকে অব্যাহতি নিলাম। এ বিষয়ে মিথ্যা এবং বানোয়াট কথা বলা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। আমাকে ব্যক্তিগত আক্রমণ করে অন্যান্য দলের নেতা-কর্মীরা যদি কোন কমেন্ট বা পোস্ট করে, তাহলে আমি আইনি সহায়তা নিব।’

জানা যায়, মেহজাবিন জান্নাত অনন্যা যশোর আদ্ দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন যশোর কমিউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

গণ-অভ্যুত্থানের পরে যশোর কমিউনিটি থেকে কেউ কেউ নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। পরে কয়েকজন এনসিপি থেকে সরে এসে নাগরিক ঐক্যে যোগ দেন। এর ধারাবাহিকতায় মেহজাবিন জান্নাত অনন্যা বাঘারপাড়া কমিটির সদস্যসচিবের দায়িত্ব পান।

এ বিষয়ে মেহজাবিন স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমি জামায়াতের অঙ্গসংগঠন ছাত্রী সংস্থা করতাম। সেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হই। কমিটি অনুমোদনের বিষয়ে আমি কিছু জানি না। অনুমোদন হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে আমি আমার স্টেটমেন্ট দিয়েছি।’

মেহজাবিন বলেন, ‘ভুলবশত তারা আমাকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। তাদের জানিয়ে দিয়েছি, আমি কোনো রাজনৈতিক দলে থাকব না আপাতত। যদি কখনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হই, তাহলে সেটা হবে জামায়াত। কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া ভুল-বোঝাবুঝি, মিস ইনফরমেশন ছাড়া কিছুই নয়।’ তবে এটা নিয়ে ফেসবুকে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

নাগরিক ঐক্য যশোর জেলার আহ্বায়ক ফেরদৌস পরশ বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক ধারা সবাই ফিরিয়ে আনতে চাই। যে দল পছন্দ হবে, সে দলের সঙ্গে যুক্ত হতে পারবে। এটাকে গণতন্ত্র বলে। সেই জায়গা থেকে চিন্তা করলে এটা তার গণতান্ত্রিক অধিকার। তিনি তার চিন্তাচেতনায় যে দলকে ভালোবেসেছেন, সেই জায়গা থেকে এ দলে এসেছেন। তার সম্মতি না থাকলে আমরা কীভাবে তাকে কমিটিতে রাখলাম।’

জে.এস/

যশোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250