ছবি : সংগৃহীত
তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শীতলতা এখন হয়ে দাঁড়িয়েছে সোনার হরিণ। এমন পরিস্থিতিতে ঘর ঠান্ডা রাখার নানা ফন্দি খুঁজছেন সবাই। তবে আগেকার দিনে জানালায় থাকত খড়। সেটি পানিতে ভিজিয়ে ঘর ঠান্ডা রাখার চেষ্টা করা হতো। এই যুগে এসে খড়ের বদলে অনেকেই জানালায় ভেজা কাপড় ঝুলিয়ে দিচ্ছেন। কিন্তু জানালায় ভেজা কাপড় ঝোলালে কি আসলেই ঘর ঠান্ডা হয়?
উত্তর হলো- হ্যাঁ। এর পেছনে রয়েছে বিজ্ঞানভিত্তিক কারণও। অতিরিক্ত আর্দ্রতা অনেক সময় অস্বস্তি যেমন তৈরি করে, তেমনই অনেকসময় ঘর ঠাণ্ডা রাখতেও বিশেষভাবে সাহায্য করে। এজন্যই বলা হয়, ভেজা কাপড় ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে।
আরো পড়ুন : এই গরমে পান করুন মাটির কলসির পানি
জানলায় সাধারণত পর্দা ঝোলানোর রড বা হুক থাকে। এতেই ভেজা মোটা কাপড় ঝুলিয়ে দিন। তবে তার আগে ভালো করে চিপে নিতে ভুলবেন না। নয়তো নিচে পানি পড়ে ঘর নোংরা হবে।
এবার ঘরের ফ্যান চালিয়ে দিন। এতে ঘরে থাকা গরম হাওয়া ভেজা কাপড় থেকে পানি শোষণ করতে শুরু করবে। তাতেই ধীরে ধীরে গরম হাওয়া হবে ভেজা আর ঠান্ডা। কারণ ভেজা কাপড়ের উবে যাওয়া পানি মিশে যাবে বাতাসে।
সময় যত গড়াবে ঘরের তাপমাত্রা এতে কমতে শুরু করবে। অর্থাৎ জানালায় ভেজা কাপড় ঝুলিয়ে আপনি এই গরমে একটু স্বস্তি পেতেই পারেন।
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন