মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে ঠাণ্ডা মাথার বিশেষজ্ঞ প্রয়োজন: মাহফুজ আনাম *** এ বছর ব্যাপকভাবে বাংলা নববর্ষ উদ্‌যাপন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** হাসিনাকে ফেরত আনতে মোদির সঙ্গে চূড়ান্ত কোনো আলাপ হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা *** ট্রাম্পের শুল্কের ধাক্কায় বাংলাদেশের ব্যাংক খাতে কেমন প্রভাব পড়বে, যা বলছে মুডিস *** রাষ্ট্র ধর্মনিরপেক্ষ থাকুক, মূলনীতিতে সমাজতন্ত্র রাখার পক্ষে নন মান্না *** ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিল মার্চ *** গর্ভাবস্থায় ডায়াবেটিসে সন্তান অটিস্টিক হওয়ার ঝুঁকি থাকে: গবেষণা *** ‘দাগি’ সিনেমার প্রদর্শনীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ *** কমবে তাপমাত্রা, ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা *** বাংলাদেশের পোশাকে আমেরিকার শুল্ক আরোপ করা উচিত হয়নি: পল ক্রুগম্যান

এই গরমে পান করুন মাটির কলসির পানি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১লা মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রচণ্ড গরমে নাজেহাল দেশবাসী। তীব্র দাবদাহে শরীর ঠান্ডা রাখতে সবাই ছুটেন ফ্রিজের ঠান্ডা পানির দিকে। কিন্তু অনেকেরই অজানা মাটির কলসিতেও পানি রাখলে পানি ঠান্ডা থাকে অনেক। এ ধরনের পাত্রে অসংখ্য আণুবীক্ষণিক ছিদ্র থাকে। এগুলো দিয়ে অল্প কিছু পানি বাইরের পৃষ্ঠে এসে বাষ্প হয়ে যায়। বাষ্পীভূত হওয়ার সময় পানি কিছুটা তাপ শোষণ করে নেয়। যার ফলে কলসি ঠান্ডা থাকে এবং পানিও ঠান্ডা থাকে। তাই এই গরমে শরীর ঠান্ডা রাখতে খান মাটির কলসির পানি!

গরমের সময় গ্রামের মতো শহুরে জীবনেও পান করতে পারেন মাটির কলসির পানি। এর আছে আরো কিছু উপকারিতা।

আরো পড়ুন : এসি ঘরে ত্বক ভালো রাখতে যা করবেন

চলুন জেনে নেওয়া যাক - 

১. তীব্র তাপপ্রবাহে বেড়েছে হিট স্ট্রোকের মতো সমস্যা। অনেকের আবার মাথা ঘোরা, বমি বমি ভাব দেখা দেয়। রোদে বের হলে এসব সমস্যা বেশি দেখা যায়। এক্ষেত্রে বাড়ি ফিরে মাটির কলসি থেকে পানি নিয়ে খেতে পারেন। এতে থাকে খনিজ ও ভিটামিন যা শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে।

২. আমাদের অনেকেরই অল্পতেই ঠান্ডা লেগে যায়। বিশেষ করে ফ্রিজের পানি যেন যমের মতো তাদের কাছে। এজাতীয় সমস্যা দূরীকরণে মাটির কলসির পানির বিকল্প নেই। আবার ঠান্ডা লাগার ঝুঁকিও থাকে না। 

৩. মাটির কলসির পানি পরিপাকতন্ত্রের জন্য উপকারী। এতে পানি রাখলে ক্ষার জাতীয় উপাদানের পরিমাণ বৃদ্ধি পায়। যার জন্য পেটের বিভিন্ন অ্যাসিডজনিত সমস্যা প্রশমিত হয় এবং অম্ল ও ক্ষারের সমতা বজায় থাকে। গরমে যেহেতু আমাদের সবারই কমবেশি হজমের সমস্যা হয়ে থাকে সুতরাং এসময়ে মাটির কলসির পানি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। 

সূত্র : আনন্দবাজার

এস/  আই.কে.জে

পানি উপকারীতা হিট স্ট্রোক মাটির কলসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন