রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘দেশের নারীরা স্বতঃস্ফূর্তভাবে আইন পেশার সঙ্গে সংযুক্ত হচ্ছেন’ *** সৌদি তরুণী জারার ‘হালাল র‍্যাপ’ সংগীত নেট দুনিয়ায় জনপ্রিয় *** নাসার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল ইরাকি কিশোর, পেল স্বীকৃতি *** ড. ইউনূস ইসরায়েলকে টাকা দিয়েছেন, এ দাবি ভুয়া: প্রেস উইং *** সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ঢাকা আসছে *** সিইসির সঙ্গে বৈঠক করছে এনসিপি *** বিএনপি ‘সিরিয়াসলি’ সংস্কারে সহযোগিতা করছে: সালাহউদ্দিন আহমেদ *** জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে বিএনপি *** হান্টিংটনের মাঠে মেসির আজকের ম্যাচে দর্শকের রেকর্ড *** আমেরিকার সঙ্গে বৈঠকের পর ইরান বলল, ‘ভালো বোঝাপড়া’ হয়েছে

বারবার যৌন সম্পর্কে কি যোনি প্রসারিত হয়?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিয়ের মাত্র দুই বছর পর পারমিতার (ছদ্মনাম) স্বামী তার যোনি প্রসারিত হওয়ার অভিযোগ করেন। বারবার শারীরিক সম্পর্কের কারণে এমনটি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ অভিযোগ শুধু এক পুরুষের, তেমনটাও ঠিক নয়। দীর্ঘ সময় ধরে নারীদের শরীর নিয়ে সমাজে যেসব মিথ বা কুসংস্কার প্রচলিত আছে, সেগুলোর মধ্যে বারবার যৌন সম্পর্কে জড়ানোর কারণে যোনি প্রসারিত হওয়ার বিষয়টিও উল্লেখযোগ্য। প্রচলিত এ কুসংস্কারের কারণে দাম্পত্য জীবনে ভুক্তভোগী হতে হয় অনেক নারীকে।

যৌন সম্পর্কের মতো একটি স্বাভাবিক বিষয় সমাজে ট্যাবু হয়ে থাকার কারণে নানা সময়ে নারীদের তাদের সঙ্গীর কাছ থেকে এ ধরনের মন্তব্যের শিকার হতে হয়। বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত হওয়ায় কারো সঙ্গে তারা এ বিষয়ে সহজে আলাপ করতে চান না।

যৌন সম্পর্কের সঙ্গে যোনি প্রসারিত হওয়ার দাবির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বলে বিবিসি বাংলাকে জানান ডা. রওশন আরা বেগম। তিনি বলেন, 'বারবার যৌন সম্পর্কের সঙ্গে নারীর যোনি প্রসারিত হওয়ার কোনো সম্পর্ক নেই।'

একই মতামত ফিস্টুলা বিশেষজ্ঞ ও গাইনোকোলজি সার্জন ডা. নৃন্ময় বিশ্বাসের। তবে যোনি প্রসারিত হওয়ার সঙ্গে যৌন সম্পর্কের কোনো ভূমিকা না থাকলেও কিছু কারণে যোনি প্রসারিত হতে পারে বলে জানান তিনি।

বিশ্বের সেরা পাঁচে থাকা স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট মেডিক্যাল নিউজ টুডের এক প্রবন্ধে বলা হয়েছে, পেশিবহুল যোনির টিস্যুগুলো মূলত স্থিতিস্থাপক। শরীরের অন্যান্য স্থিতিস্থাপক টিস্যুগুলোর মতো যখন প্রয়োজন যোনি প্রসারিত হয় এবং পরে তা আবার আগের অবস্থায় ফিরে আসে।

যৌন মিলনের সময় যোনির পেশিগুলো শিথিল হয় এবং এটি সঙ্গমকে আনন্দময় করে। যৌন মিলনের সময়, আগে এবং পরে যোনি সাময়িকভাবে বেশি প্রসারিত হয়। প্রবন্ধটিতে বিষয়টিকে মুখ খুলে কিছু খাওয়ার শেষে এর আকার আগের অবস্থায় ফিরে যাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে।

আর ঠিক এই কারণে যোনি পথের মতো সরু জায়গা দিয়ে একজন মা তার সন্তান জন্ম দিতে পারেন। সন্তান গর্ভে থাকা অবস্থায় ও যোনিপথে জন্মদানের সময় মেয়েদের যোনি প্রসারিত হয়।

তবে যেহেতু এটি স্থিতিস্থাপক, তাই পরবর্তী সময়ে পুরোপুরি না হলেও জায়গাটি অনেকটাই আগের অবস্থায় ফিরে আসে। যোনি প্রসারিত হওয়ার আরেকটি কারণ নারীদের বয়স।

ডা. নৃন্ময় বিশ্বাস বলেন, ‘নারীদের যোনির ভেতরের অংশে যে পেলভিক দেয়াল থাকে, সেটা বয়স বাড়লে দুর্বল হয়ে যায়। ফলে যোনি প্রসারিত হয়। মূলত চল্লিশ বছরের পর নারীরা এ ধরনের সমস্যার সম্মুখীন হন। হরমোনাল কারণেও যোনি প্রসারিত হতে পারে।’ শারীরিক কিছু বৈশিষ্ট্যের কারণেও জন্মগতভাবেই যোনি দুর্বল হতে পারে বলেও জানান তিনি।

আগের তুলনায় সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে যোনির বিষয়ে নারীদের উদ্বেগ বেড়েছে বলে বিবিসিকে জানান ডা. রওশন আরা বেগম।

তিনি বলেন, 'সন্তান জন্ম দিতে গিয়ে প্রয়োজন হলে যোনি কেটে সন্তান বের করা হয় এবং পরে তা আবার সেলাই করে দেওয়া হয়। আগে এটি নিয়ে কেউ তেমন মাথা না ঘামালেও বর্তমানে দৃশ্য অনেকটাই ভিন্ন। অনেক সময় নবজাতক জন্মের আগে দাদি বা নানি সম্পর্কের কেউ এসে বারবার করে বলেন, যেন যোনিপথে কোনো কাটাছেঁড়া না হয়।'

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন