বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মেন্দ্রের আত্মীয় হতে যাচ্ছেন দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ঘরে শিগগিরই বিয়ের সানাই বাজতে চলেছে। দীপিকার ছোট বোন আনিশা পাড়ুকোন এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সম্প্রতি দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে আনিশার বাগদান সম্পন্ন হয়েছে। দুজনেই দ্রুতই গাঁটছড়া বাঁধতে চলেছেন। পাড়ুকোন পরিবারে এখন উৎসবের আমেজ। তবে এবার বিয়ের আগে, আনিশার বাগদত্তার সম্পর্কে বিশেষ তথ্য উঠে আসছে। আনিশার বিয়ের মাধ্যমে, দীপিকা ধর্মেন্দ্রের আত্মীয় হবেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে।

আসলে, দীপিকা পাড়ুকোনের বোন আনিশা ও রোহান আচার্যকে বিয়ে করতে চলেছেন। যদি এ গুঞ্জনটি সত্যি বলে ধরে নেওয়া হয় তাহলে দীপিকার বোন আনিশা পাড়ুকোন দেওল পরিবারের সদস্য রোহান আচার্যকে বিয়ে করতে চলেছেন।

রোহান আচার্যের বোন দ্রিশা আচার্য সানি দেওলের বড় ছেলে করণ দেওলের সঙ্গী। এই সম্পর্কের অর্থ হল রোহানের সঙ্গে অনিশার বিয়ের পর, দীপিকা এবং তার পরিবার ধর্মেন্দ্রের পরিবারের অংশ হয়ে উঠবে। রোহান আচার্য বিমল রায়ের প্রপৌত্র। বিমলের নাতনি চিক্ষু আচার্য হলেন রোহান এবং দ্রিশা আচার্যের মা।

গুঞ্জন অনুসারে, আনিশা বেশ কিছুদিন ধরে রোহন আচার্যের সঙ্গে প্রেম করছেন। রোহন দুবাই-ভিত্তিক একজন উদ্যোক্তা তিনি তার পারিবারিক ব্যবসায় কাজ করেন। আনিশা এবং রোহন বহু বছর ধরে একে অপরকে চেনেন। আনিশা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

জে.এস/

দীপিকা পাডুকোন ধর্মেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250