শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা *** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে

অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।

রোববার (২৪শে নভেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী এই তথ্য নিশ্চিত করে বলেছেন, আপিলের প্রস্তুতির কাজ চলছে।

এর আগে, গত ১৯শে নভেম্বর হাইকোর্ট ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে কেন এ যান চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। প্যাডেলচালিত রিকশা মালিকদের করা এক রিটের প্রেক্ষিতে এই আদেশ আসে।

এরপর হাইকোর্টের নির্দেশের পর থেকেই উত্তাল হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন সড়ক। ব্যাটারিচালিত রিকশাচালকরা মূল সড়কে চলাচলের অনুমতি এবং হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন। আজ রোববার (২৪শে নভেম্বর) নবীনগর বেড়িবাঁধ, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলীসহ বিভিন্ন এলাকায় চালকরা সড়ক অবরোধ করেন। এতে যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

অন্যদিকে ব্যাটারিচালিত রিকশাচালকরা বিশাল একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন। এ সময় তারা ‘ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে’ স্লোগান দিতে থাকেন। পরে প্রেস ক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রেসক্লাব এলাকায় বর্তমানে হাজারো অটোরিকশাচালক জড়ো হয়েছেন। তারা সেখানে বিক্ষোভ করছেন।  

ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে, রাজধানীতে বর্তমানে প্রায় ৮ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। যদিও মূল সড়কে এগুলো চলাচলের অনুমতি নেই, তবু এগুলো অবৈধভাবে চলাচল করছে। গত দুই মাসে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় এক লাখ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত কিছুদিন ধরে টানা বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। এ সময় পুলিশের সঙ্গে চালকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে, রাজধানীর কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়াও হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

ওআ/ আই.কে.জে/

সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন