মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

স্বপ্ন পূরণে অরিজিতের পাশে থাকলেন মুখ্যমন্ত্রী মমতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

অরিজিতের দীর্ঘদিনের স্বপ্ন একটি স্কুল ও একটি হাসপাতাল তৈরি করবেন। সে কারণেই জমি খুঁজছেন সংগীতশিল্পী। গেল বছর মে মাসে অরিজিতের স্বপ্ন পূরণে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মমতা। এবারের ২৯তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর ভাবনায় কিফ চলচ্চিত্র উৎসবের থিম সং গেয়েছিলেন অরিজিৎ।

জানা গেছে, জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল ও স্কুল তৈরি করতে চান অরিজিৎ। দীর্ঘদিন ধরেই মুম্বাইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে জিয়াগঞ্জেই থাকছেন এই গায়ক। সেখানকার মানুষদের সার্বিক উন্নতির জন্য বেশ কিছু পরিকল্পনা রয়েছে তার। আর অরিজিতের সেই স্বপ্ন পূরণে এবার তাকে জমি দিয়েছে রাজ্য সরকার।

শুধু তাই নয়, ইতোমধ্যে সব রকমভাবে অরিজিতের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশও দিয়েছেন মমতা। এমনকি অরিজিতের স্বপ্নের হাসপাতাল গড়তে জঙ্গিপুরের তৃণমূল এমপি খলিলুর রহমানকেও সব ধরনের সহায়তার জন্য নির্দেশ আগেই দিয়েছেন এই মুখ্যমন্ত্রী।

আরো পড়ুননায়িকাকে রাজি করাতে এক ট্রাক গোলাপ পাঠিয়েছিলেন অমিতাভ!

বুধবার (১লা ফেব্রুয়ারি) মালদহ সফর সেরে মুর্শিদাবাদে পৌঁছান মমতা। জেলা সফরের একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মমতা বলেন, অরিজিৎ খুব ভালো গান গায়। তাকে জঙ্গিপুরে জমির জন্য অনুমোদন করে দিয়েছি। কারণ অনেক বড় স্কুল থেকে শুরু করে, আরও অনেক কিছু করছে। আমরা খুশি, আমরা তাকে অগ্রিম অভিনন্দন জানাই।

মুম্বাইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে নিজের গ্রামেই স্ত্রী ও ছেলেদের সঙ্গে থাকেন বিশ্বখ্যাত গায়ক। তার গানের পাশাপাশি তার সরল জীবনযাপন, পরোপকারিতা, তার ব্যবহার মুগ্ধ করে মানুষকে।

অরিজিতের বিশ্বাস, পরিপূর্ণ মানব মনের বিকাশের জন্য শিক্ষা, খেলাধুলার উপর জোর দিতে হবে। আর তাই নিজ থেকেই অনেক উদ্যোগই নিচ্ছেন তিনি। পাশে দাঁড়াচ্ছে সরকারও। বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীর মুখেও তার প্রশংসা শোনা যায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসি/ আই. কে. জে/ 


অরিজিৎ মুখ্যমন্ত্রী মমতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন