শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপের আপত্তি শরিয়া শাসনে! *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন

কবরীকে নিয়ে তিনদিনের উৎসব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ষাট ও সত্তর দশকের নায়িকা ও মিষ্টি মেয়ে-খ্যাত কবরীর ৭৫তম জন্মদিন আজ শনিবার, ১৯শে জুলাই। বরেণ্য অভিনেত্রীর স্মরণে দিনটিকে বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা করেছে চ্যানেল আই। এ উপলক্ষে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে চ্যানেলটিতে। ১৯শে থেকে ২১শে জুলাই কবরী অভিনীত চলচ্চিত্র দেখানো হবে এ উৎসবে।

আজ ১৯শে জুলাই প্রচার হবে ‘মাসুদ রানা’, পরের দিন ২০শে  জুলাই ‘বধূ বিদায়’ এবং ২১শে জুলাই দেখানো হবে ‘বিনিময়’। এমনটাই জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সিনেমা ছাড়াও এই তিনদিনে প্রচার হবে কবরীর অভিনীত চলচ্চিত্রের গান নিয়ে ‘এবং সিনেমার গান’। ২০শে জুলাই বিকেল ৫টা ৫০ মিনিটে আবদুর রহমান-এর গ্রন্থনা ও উপস্থাপনায় কবরীর শেষ সাক্ষাৎকার নিয়ে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘কিউট সাময়িকী’।

২১শে জুলাই থাকছে মৌসুমীর উপস্থাপনায় অভিনেত্রী কবরীর পঞ্চাশ বছরের অভিনয় জীবন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘অভিনেত্রীর পঞ্চাশ বছর’, প্রচার হবে দুপুর ১২টা ৫ মিনিটে। প্রায় সাড়ে পাঁচ দশক আগে ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে পা রাখেন কবরী। একের পর এক ছবি দিয়ে জয় করতে থাকেন দর্শক হৃদয়, হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে।

তিনি অভিনয় করেছেন রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে। শতাধিক ছবিতে অভিনয় করা কবরী জড়িয়েছেন রাজনীতিতেও। ইতিহাস সৃষ্টি করা বহু ছবিতে অভিনয় তাকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। এক ঈর্ষণীয় জনপ্রিয়তার শিখরে তিনি অবস্থান করেছেন। পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ঋষিজ পদকসহ দেশে-বিদেশের অনেক পুরস্কার। জাতীয় চলচ্চিত্রে পেয়েছেন আজীবন সম্মাননা।

‘সারেং বউ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৩ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ‘আজীবন সম্মাননা’ লাভ করেন। করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের ১৭ই এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন এ কিংবদন্তি অভিনেত্রী।

জে.এস/

অভিনেত্রী কবরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250