শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

রাজাপুরে বিদ্যালয় সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে। আজ সোমবার (৭ই জুলাই) বেলা ১১টায় জেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সায়েম আকনের বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতির পটপরিবর্তনের পর সায়েম আকন 'বিএনপির নাম ভাঙিয়ে' ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদে বসেন। অথচ, তিনি আওয়ামী লীগের আমলে 'ফ্যাসিস্টের সহযোগী' ছিলেন।

তাদের অভিযোগ, সায়েম সভাপতি হওয়ার পর ওই বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বিদ্যালয়ের মাঠে বালি ফেলার জন্য দুই লাখ টাকা বরাদ্দ এলে মাত্র ৭০ হাজার টাকার বালি ফেলে বাকি টাকা তিনি আত্মসাৎ করেন। গত মে মাসে বিদ্যালয়ের রাস্তার জন্য এক লাখ বিশ হাজার টাকা বরাদ্দ এলে রাস্তায় তিনি কোনো কাজ না করে পুরো টাকা আত্মসাৎ করেন। চারদিন আগে বিদ্যালয়ের গাছের কাঠাল তিনি নিজের বাড়িতে নিয়ে নেন।

মানববন্ধনে উপজেলা যুবদলের নেতা এম এ সবুর বলেন, জুলাই বিপ্লবের পর সায়েম আকন উপজেলা ছাত্রলীগের নেত্রী রিয়াকে নিয়ে জন্মদিনের কেক কাটার ভিডিওতে 'ভাইরাল' হন। বিষয়টি স্থানীয়ভাবে সমালোচনার জন্ম দেয়। প্রশাসনের কাছে অনতিবিলম্বে তাকে  সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানান এ যুবদল নেতা। মানববন্ধনে ছাত্রদল নেতা গোলাম আযমসহ আরও অনেকে বক্তব্য রাখেন। সায়েম আকনকে অবিলম্বে সভাপতির পদ থেকে অপসারণ করা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে সায়েম আকন স্থানীয় সাংবাদিকদের বলেন, 'আমার দলের (বিএনপি) একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তারাই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছে।'

সভাপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন