ছবি: সংগৃহীত
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—এ সিদ্ধান্ত স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের মতো এমন টুর্নামেন্ট বয়কট করায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ।
বিশেষ করে আইসিসি আয়োজিত বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়ায় টুর্নামেন্টের অংশগ্রহণ ফি থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু অংশগ্রহণ ফি ছিল ৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা।
অংশগ্রহণ ফি ছাড়াও বাংলাদেশ আরও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বলে জানাচ্ছে, ভারতীয় একাধিক গণমাধ্যম। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইয়ের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কারণে বিসিবির বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ ক্ষতির আশঙ্কা রয়েছে।
বার্তা সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকা। এছাড়াও সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং চলতি অর্থবছরের সম্ভাব্য আয়ের বড় অংশ হারাতে পারে বিসিবি।
বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশকে গতকাল বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না পাওয়ায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে গতকাল জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর নিজেদের কড়া অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নিরাপত্তা নিয়ে আইসিসির মূল্যায়ন বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়।
খবরটি শেয়ার করুন