ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ বিদেশি নাগরিকদের গণহারে বিতাড়িত করাকে তার সরকারের অন্যতম মূলনীতি হিসেবে নিয়েছেন। এর অংশ হিসেবে আমেরিকাতে অবৈধভাবে বসবাসকারীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন।
আমেরিকা যেসব ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠাচ্ছে, তাদের অস্থায়ী আশ্রয় দেবে কোস্টারিকা। মধ্যপ্রাচ্য ও ভারতের ২০০ অভিবাসী ইতোমধ্যে যাচ্ছেন কোস্টারিকায়। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে পানামা ও গুয়েতেমালা অবৈধ অভিবাসীদের পাশে দাঁড়িয়েছে। কোস্টারিকা জানিয়েছে, আমেরিকা যে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করছে, তাদের নিজ দেশে জায়গা দিতে চায় কোস্টারিকা। কোস্টারিকার প্রেসিডেন্টের অফিস আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করেছে।
হা.শা./কেবি
খবরটি শেয়ার করুন