সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের শীর্ষ ধনী এখন বার্নার্ড আর্নল্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৪ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

টেসলা ও টুইটারের কর্ণধার ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী এখন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। বর্তমানে বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার মোট ২০৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক। মার্কিন ব্যবসায়িক সাময়িকী ফোর্বসের বরাতে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।  

ফরাসি বিলাসবহুল শৌখিন পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান ও সিইও বার্নার্ড আর্নল্ট। আর্নল্টের নিট সম্পদ টেসলার সিইওর মাস্কের ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলারকে ছাড়িয়ে গেছে। ২০২৩ সালে আর্নল্টের সম্পদের ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বাড়লেও মাস্কের ১৮ বিলিয়ন ডলারের বেশি কমেছে।

২০২২ সাল থেকেই এ দুজন বিশ্বের শীর্ষ ধনীর কেতাব নিয়ে একে-অন্যকে টেক্কা দিয়ে আসছেন। গত বছরের শেষ দিকেও একবার শীর্ষ ধনীর জায়গা দখল করে নিয়েছিলেন ফরাসি ধনকুবের আর্নল্ট।

ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়র তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি হলেন :

১। বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার (২০৭.৬ বিলিয়ন ডলার);

২। ইলন মাস্ক (২০৪.৭ বিলিয়ন ডলার); 

৩। জেফ বেজোস (১৮১.৩ বিলিয়ন ডলার);

৪। ল্যারি এলিসন (১৪২.২ বিলিয়ন ডলার);

৫। মার্ক জাকারবার্গ (১৩৯.১ বিলিয়ন);

৬। ওয়ারেন বাফেট (১২৭.২ বিলিয়ন ডলার);

৭। ল্যারি পেজ (১২৭.১ বিলিয়ন ডলার);

৮। বিল গেটস (১২২.৯ বিলিয়ন ডলার);

৯। সের্গেই ব্রিন (১২১.৭ বিলিয়ন ডলার) এবং

১০। স্টিভ বলমার (১১৮.৮ বিলিয়ন ডলার)।

সূত্র: এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে/




ইলন মাস্ক শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন