ছবি: সংগৃহীত
দীর্ঘ সাত বছর বিরতির পর এবারের অমর একুশে বইমেলায় এসেছে কবি উপল বড়ুয়ার নতুন কবিতার বই। বইটির নাম 'যেখানে জঙ্গলের শুরু’। বইটি প্রকাশ করেছে বুকিশ পাবলিকেশন্স। এটি উপল বড়ুয়ার তৃতীয় কাব্যগ্রন্থ।
বইটির পরিবেশক ‘উড়কি’ (একুশে বইমেলায় স্টল নম্বর ২৯২)। এর প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। উপল বড়ুয়ার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে- ‘কানা রাজার সুড়ঙ্গ’ (২০১৫) ও ‘উইডের তালে তালে কয়েকজন সন্ধ্যা’ (২০১৮)।
হা.শা./ আই.কে.জে/