শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শুকনো খাবারের মূল্যবৃদ্ধি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বন্যার সুযোগে বেশি দামে শুকনো খাবার বিক্রির দায়ে তিন দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলা বন্যা কবলিত। বন্যার্তদের সহায়তায়  সংগঠন, সমিতি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ত্রাণসামগী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে শুকনো খাবার (চিড়া, মুড়ি ও গুড়) সহ প্রয়োজনীয় কিছু পণ্যের বেচা-বিক্রি বেড়ে যায়। এ সুযোগে কয়েকটি পণ্যের দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (২৬শে আগস্ট) দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

আরও পড়ুন: আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু

ইফতেখারুল আলম রিজভী গণমাধ্যমকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের আনন্দ বাজারে শুকনা খাবার (চিড়া, মুড়ি ও গুড়) বিভিন্ন দোকানে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে তিনটি (চিড়া, গুড়, মুড়ি) পাইকারি দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে ৭ হাজার টাকা করে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি তাদের সর্তকও করা হয়েছে বলে জানান তিনি। 

এসি/কেবি

জরিমানা শুকনা খাবার

খবরটি শেয়ার করুন