শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলো ইরান, ‘নিরাপদ’ ইসফাহান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবার পুরো দেশ থেকেই উড়োজাহাজ চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। সব বিমানবন্দরকেই স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়েছে তেহরান। 

এর আগে ইসরায়েলে পাল্টা হামলার খবরের পরই উড়োজাহাজ চলাচলে নানা বিধি-নিষেধ আরোপ করেছিলো ইরান কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ি ইসফাহান, সিরাজ এবং তেহরানের ওপর দিয়ে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিলো।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যই ইসফাহান শহরে কাছে বিস্ফোরণের খবর দিয়েছিলো। আর দুই মার্কিন কর্মকর্তার বরাতে বিবিসি জানায় ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। 

যদিও ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসফাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণেই ওই শব্দের উৎপত্তি, কোনো হামলার ঘটনা ঘটেনি। ইসরায়েলও অবশ্য এ হামলা বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: ইসরায়েলি সব ড্রোন গুঁড়িয়ে দিলো ইরান

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইসফাহান শহর নিরাপদ ও শান্ত রয়েছে। সেখানকার মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন। 

ওই প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টা আগে আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েকটি  মিনি ড্রোন ইসফাহানের আকাশে ওড়ার সময় সেগুলোকে টার্গেট করা হয়। সেখান থেকেই এই শব্দ আসে।

ইসফাহানের পরমাণু কেন্দ্র লক্ষ্যবস্তু করার বিষয়টিও সরাসরি নাকচ করে দেয়া হয় ওই প্রতিবেদনে। জানানো হয় কোথাও কোনো হামলার ঘটনা ঘটেনি।

সূত্র: বিবিসি, আল জাজিরা

এসকে/

ইরান ইসরায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন