ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
আজ সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কক্ষে অ্যান জ্যাকবসনের নেতৃত্বে ৩ সদস্যের আমেরিকান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি শুরু হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৮শে আগস্ট) দুপুর ২টায় বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের জন্য নিরাপত্তাজনিত কারণে বৈঠকটি বাতিল করা হয়। গত বছরের ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি হবে আমেরিকান দূতাবাসের সঙ্গে সিইসির প্রথম বৈঠক।
জে.এস/
খবরটি শেয়ার করুন