ছবি: সংগৃহীত
চলতি ডিসেম্বর মাসেই প্রশাসন ক্যাডার ব্যতীত বাকি ২৫ ক্যাডারের বঞ্চিত উপসচিবদের পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান। আজ (৩রা ডিসেম্বর) মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এপিডি বলেন, প্রশাসন ক্যাডার ব্যতীত বাকি ২৫ ক্যাডারের মধ্যে পদোন্নতির পাবার যোগ্য এমন উপসচিবদের নিয়ে আমরা কাজ করছি। এসএসবির যারা সদস্য রয়েছেন তারা আমাদের বলেছেন, এই কাজটি আগে ধরে শেষ করুন। আমরা ওইটা নিয়েই কাজ করছি।
এপিডি আরও বলেন, যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) এবং ডিপি (ডিপার্টমেন্টাল প্রসেডিং) রয়েছে তারা পদোন্নতি পাবেন না। ১৯৪ জনের সবাই তো যোগ্য না। বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। যারা যোগ্য তাদেরকে আমরা পদোন্নতি দেবো। আমরা চেষ্টা করছি ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার।
এর আগে গত ১৮ই নভেম্বর এ মন্ত্রণালয়ের সাবেক এপিডি মো. আব্দুর রউফ বলেন, আমরা বিষয়টা ইতিবাচকভাবে দেখার চেষ্টা করবো। বিষয়টি ইতিবাচকভাবে দেখার জন্য ইতোমধ্যে বোর্ডকে বলেছি। বোর্ড দেখে একটি সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব
তিনি বলেন, যারা একটু বেশি সিনিয়র এবং যারা একটু দেরিতে উপসচিব হয়েছেন তাদেরকে আমরা আগে বিবেচনা করবো। আমরা তাদের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করবো। পদোন্নতির ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে যেখানে বলা হয়েছে যদি কারো মোট চাকরিকাল ১৫ বছর হয় এবং উপ-সচিব হিসেবে তিনি ৫ বছরের অধিক দায়িত্ব পালন করেন তাহলে তাকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতির দেওয়ার একটি বিধান রয়েছে। এ ছাড়া যদি কারো মোট চাকরিকাল ২০ বছর হয় এবং উপ-সচিব হিসেবে তিনি ৩ বছরের অধিক দায়িত্ব পালন করেন তাহলে তাকেও যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়ার একটি বিধান রয়েছে। আমরা এই সুবিধা দেওয়ার জন্য তাদের বিষয়টি এসএসবিতে তুলবো।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন