ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিমানের সঙ্গে আমেরিকা বোয়িং বিমান যুক্ত করতে চায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রাষ্ট্রদূত আমার সঙ্গে ৪০ মিনিট আলোচনা করেছেন। বাংলাদেশের পর্যটন ও বেসামরিক বিমানের উন্নয়নে আমরা যে একসঙ্গে কাজ করেছি এবং আগামীতেও কাজ করবো, এ বিষয়ে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন।
আরো পড়ুন: বাংলাদেশের সঙ্গে আরো বাণিজ্য বাড়াতে চায় ইইউ : রাষ্ট্রদূত
তিনি বলেন, আমি বলেছি-আগামীতে তারা আমাদের কীভাবে সহায়তা করতে পারে সেটা যাতে তারা জানায়। তারা অবশ্যই চায়, বাংলাদেশের বিমানের সঙ্গে বোয়িং বিমান যুক্ত হোক। আমরা বলেছি আমরা এটির মূল্যায়ন করছি যেটা ভালো হবে সেটা আমরা নেবো।
ফারুক খান বলেন, তাকে বলেছি যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আমেরিকার অংশীদারত্ব রয়েছে। কোনো কোনো জায়গায় হয়তো আমাদের মতের মিল হয়নি, কিন্তু তারপরও আমরা আমাদের বন্ধুত্বের স্বার্থে আলোচনা করেছি ও সমস্যার সমাধান করেছি।
বিমানমন্ত্রী বলেন, সম্প্রতি আমেরিকা আমাদের জানিয়েছে তারা ফের আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাবে। আমরা আশাবাদ প্রকাশ করেছি আগামীতে সব বিষয়ে বিশেষ করে পর্যটন ও বেসামরিক বিমান নিয়ে আমরা কাজ করবো। নিউইয়র্কে আমাদের যে স্লট রয়েছে সেটা যাতে আমরা তাড়াতাড়ি পেতে পারি সে বিষয়ে আলোচনা করেছি।
তিনি বলেন, নিউইয়র্কের সঙ্গে সরাসরি ফ্লাইটের বিষয়ে আমরা আলোচনা করেছি, তিনি বলেছেন খুব তাড়াতাড়ি তাদের একটি টিম আসবে, সেই টিম এসে এটি ফাইনাল করবে।
এইচআ/ আই. কে. জে/
আমেরিকা পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বাংলাদেশ বিমান বোয়িং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
খবরটি শেয়ার করুন