শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

পদ্মভূষণ সম্মাননা পেলেন মিঠুন চক্রবর্তী ও ঊষা উত্থুপ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সোমবার (২২শে এপ্রিল) দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ সম্মাননা তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। জনপ্রিয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী ও স্বনামধন্য সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ এই পুরস্কারে ভূষিত হলেন। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য ২০২৪ সালের পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন তারা। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়সহ বিশিষ্টজনেরা।

গত ২৫শে জানুয়ারি ভারত সরকারের তরফ থেকে পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হলো সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের।

শিল্পকলা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর দীর্ঘ অভিনয় যাত্রা ছিল বর্ণময়। তার বিভিন্ন ভাষায় অভিনয় শ্রোতাদের মনে এক ভিন্ন জায়গা করে নিয়েছে। মিঠুন চক্রবর্তী বাংলা চলচ্চিত্র জগতে ১৯৭৬ সালে বিখ্যাত পরিচালক মৃণাল সেনের ‘মৃগয়া’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। প্রথম ছবিতেই তার অভিনয় প্রশংসা পায়।

পদ্মভূষণ পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, আমি গর্বিত। এ পুরস্কার পেয়ে ভীষণ খুশি। আমি নিজের জন্য কখনো কারো কাছ থেকে কিছু চাইনি। আমি যখন ফোন পেলাম যে আপনাকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে, আমি এক মিনিটের জন্য নীরব ছিলাম। কারণ আমি এটি একদমই আশা করিনি।

আরো পড়ুন: শাবনূরকে চিনতে পারলো না পুলিশ!

এ অভিনেতা আরো বলেন, আজ না চাইতেই কিছু পাওয়ার অনুভূতি অনুভব করছি। এটি সম্পূর্ণ ভিন্ন অনুভূতি। একটি দারুণ অনুভূতি। সবাইকে ধন্যবাদ জানাতে চাই।

জন্মসূত্রে বাঙালি না হলেও সঙ্গীতশিল্পী উষা উত্থুপের মনপ্রাণ জুড়ে রয়েছে বাংলা। সব সময় তার কপালে ‘ক’ লেখা টিপ বলে দেয় বাংলার প্রতি তার ভালবাসা। তার কণ্ঠে ‘কলকাতা কলকাতা ডোন্ট ওরি কলকাতা’ গানটি সব বাঙালির মন ছুঁয়ে গেছে।

মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে আরও দুজন বাঙালিকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে। তারা হলেন- ছৌ নাচের মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর ও পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাঝি। এদিন দিল্লির রাষ্ট্রপতি ভবনে পাঁচজন পদ্মবিভূষণ ও ১৭ জন পদ্মভূষণ সম্মাননা পান।

এসি/ আই.কে.জে/


মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ সম্মাননা ঊষা উত্থুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250