সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

গ্রাহকপর্যায়ের বিদ্যুতে ৩০০ ইউনিট পর্যন্ত ছাড় দিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

এখন থেকে পাকিস্তানের সাধারণ গ্রাহক এবং কৃষিক্ষেত্রে গভীর নলকূপ ব্যবহারকারীরা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ৩০০ ইউনিট পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। 

বুধবার (২৬শে ফেব্রুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকারের জ্বালানিমন্ত্রী আওয়াইজ লেঘারি স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য।

এ সিদ্ধান্ত কার্যকর করতে ইতোমধ্যে সরকারি নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি (নেপরা)-কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিকে ওই কর্মকর্তা জানান, আগেও পাকিস্তানে বিদ্যুৎ খাতে গ্রাহক পর্যায়ে এবং কৃষিক্ষেত্রে ৩০০ ইউনিট পর্যন্ত ছাড় সুবিধা ছিল। তবে ২০১০ সালে কৃষিক্ষেত্র থেকে এবং ২০১৫ সালে সাধারণ গ্রাহক পর্যায়ে এই ছাড় বন্ধ করে দেওয়া হয়।

আরো পড়ুন : রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

বুধবারের বিবৃতিতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমান মূল্যস্ফীতির কারণে কৃষক ও সাধারণ লোকজন অর্থনৈতিকভাবে বেশ চাপে রয়েছেন। এই চাপের বোঝা কমাতেই ছাড় সুবিধা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় ২০২২ সাল থেকে টালমাটাল অবস্থায় রয়েছে পাকিস্তানের অর্থনীতি। নিত্য ব্যবহার্য অন্যান্য পণ্যের পাশাপাশি দেশটিতে ব্যাপক হারে বেড়েছে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জরুরি ঋণ (বেইল আউট) এবং চীন ও সৌদির ঋণ সহায়তায় পাকিস্তানের অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে।

সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের এক শুনানিতে দেশটির কেন্দ্রীয় জ্বালানি সচিব ফখর-ই-আলম ইরফান জানিয়েছেন আগামী ২ মাসের মধ্যে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৬ থেকে ৮ রুপি হ্রাস করতে চায় কেন্দ্রীয় সরকার; ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

সূত্র : জিও টিভি

এস/ আই.কে.জে

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন