ছবি: সংগৃহীত
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের জানিয়েছেন, তার স্বপ্নের ছবি ‘তনভি দ্য গ্রেট’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর তিনি ভীষণ হতাশ ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’-র সঙ্গে একই দিনে, আর সেই সংঘর্ষে পুরোপুরি ছাপিয়ে যায় তার সিনেমা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে অনুপম খের বলেন, এই ছবির জন্য আমি চার বছর কাজ করেছি—এক বছর চিত্রনাট্য, এক বছর সঙ্গীত। আমি নিজেই ছবিটি লিখেছি ও পরিচালনা করেছি। কিন্তু যখন সাইয়ারার সঙ্গে একই দিনে মুক্তি দিলাম, তখন আমাদের ছবি পুরোপুরি মুছে গেল। এতে আমি খুবই হতাশ হয়েছিলাম। শুধু নিজের জন্য নয়, আমার অভিনয় স্কুল থেকে নেওয়া নতুন নায়ক এবং ছবির সঙ্গে যুক্ত ২০০ জনের জন্যও খারাপ লেগেছিল।’
তিনি আরও জানান, মুক্তির এক মাস আগে হঠাৎ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান উধাও হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক সমস্যায় পড়েন। তখন তার চিকিৎসক, আইনজীবীসহ বন্ধুদের কাছ থেকে টাকা জোগাড় করে ছবিটি শেষ করেন। ‘তনভি দ্য গ্রেট’ এর বিশ্বপ্রিমিয়ার হয় কান চলচ্চিত্র উৎসবে। নিউইয়র্কে রবার্ট ডি নিরো ইন্টারভ্যাল পর্যন্ত ছবিটি দেখে প্রশংসা করেন। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছেও প্রদর্শিত হয়েছিল সিনেমাটি।
এতো সব অর্জনের পরও সিনেমা হলে ব্যর্থ হয় ছবিটি। অনুপমের ভাষায়, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু দর্শকরা তখন চেয়েছিল একটি প্রেমকাহিনি। দীর্ঘদিন ধরে তরুণ-তরুণীদের ভালোবাসার গল্প আসেনি। ফলে স্বাভাবিকভাবেই তারা সাইয়ারা বেছে নিয়েছে। সিস্টেমও এমন যে, অন্য ছবি ভালো করলে আপনার ছবি হল থেকে সরিয়ে দেওয়া হয়। তাই ছবিটি ব্যর্থ হলো, আর সেটা ছিল আমার জন্য ভীষণ হৃদয়বিদারক।
কোন ছবির সাফল্যে সবচেয়ে অবাক হয়েছিলেন? এই প্রশ্নে অনুপম খের নির্দ্বিধায় বলেন-“সাইয়ারা। এমনকি আদিত্য চোপড়াও হয়তো অবাক হয়েছিল, সবাই অবাক হয়েছিল। তবে ঠিক আছে... আদিত্য চোপড়া আর যশ চোপড়া আমার পরিবারের মতো মানুষ। আমি তাদের সঙ্গেই সিনেমার ভেতর দিয়ে বড় হয়েছি। অন্য কেউ হলে হয়তো অনেক বেশি কষ্ট পেতাম।
মোহিত সূরির পরিচালনায় নবাগত অনীত পাড্ডা ও আহান পান্ডে অভিনীত সাইয়ারা বিশ্বব্যাপী আয় করে প্রায় ৫৬৯.৭৫ কোটি রুপি। অন্যদিকে, অনুপম খের পরিচালিত তনভি দ্য গ্রেট সারা বিশ্বে মাত্র ২.৫৪ কোটি রুপি আয় করে মুখ থুবড়ে পড়ে। ছবিটিতে অনুপম খের ছাড়াও অভিনয় করেছেন শুভাঙ্গী দত্ত, বোমান ইরানি, জ্যাকি শ্রফ ও করণ টাক্কর।
আসছে ২৬শে সেপ্টেম্বর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘তনভি দ্য গ্রেট’।
জে.এস/
খবরটি শেয়ার করুন