সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এবার সেনাবাহিনীতে নারীদের যোগদান বাধ্যতামূলক করল ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সেনাবাহিনীতে নারীদের নিয়োগ বাধ্যতামূলক বাধ্যতামূলক করতে যাচ্ছে ডেনমার্ক। এছাড়া সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজের সময়ও বাড়ানো পরিকল্পনা করছে দেশটি। বৃহস্পতিবার (১৪ই মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেবল নারীদের নিয়োগ বাধ্যতামূলক নয়, ডেনমার্ক সামরিক খাতে তাদের ব্যয়ও বাড়াতে যাচ্ছে। দেশটি সামরিক খাতে ন্যাটোর লক্ষ্যমাত্রা পূরণে আগামী পাঁচ বছর তাদের বরাদ্দ বাড়িয়ে প্রায় ৬০০ কোটি ডলার করা হচ্ছে। 

ডেনমার্কে এখন কেবল পুরুষদের জন্য বাধ্যতামূলক নিয়োগের বিধান রয়েছে। তবে নারীরা স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিতে পারেন। দেশটির সরকার ২০২৬ সাল থেকে নারীদেরও সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিধান কার্যকর করতে চলেছে। এটি কার্যকর হলে নারীদের নিয়োগ বাধ্যতামূলক করার তালিকায় ইউরোপের তৃতীয় দেশ হবে ডেনমার্ক। এর আগে নরওয়ে ও সুইডেনও একই নিয়ম চালু করেছে।

আরো পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ : নিশ্চিত হলো বাইডেন-ট্রাম্প লড়াই

বুধবার (১৩ই মার্চ) সেনাবাহিনীর নিয়োগ বিধিতে সংস্কার আনার পরিকল্পনার কথা জানিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, সরকার পুরোপুরি লিঙ্গ সমতা নিশ্চিত করতে চাইছে। তিনি বলেন, আমরা নিজেদের নতুন করে অস্ত্রশস্ত্রে সজ্জিত করছি মানে এই নয় যে আমরা যুদ্ধ চাই। আমরা আমরা এটি করছি কারণ আমরা যুদ্ধ এড়াতে চাই।

ডেনমার্কের সেনাবাহিনীতে এখন চার মাস বাধ্যতামূলক কাজ করতে হয়। তবে এ সময়সীমা বাড়িয়ে ১১ মাস করার পরিকল্পনা করছে দেশটির সরকার।

উল্লেখ্য, ডেনমার্কে গত বছর চার হাজার ৭০০ মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নারী রয়েছেন। তবে এ সংখ্যা ৫ হাজার করার পরিকল্পনা করছে দেশটি। ইউরোপের এ দেশে ৬০ লাখ জনসংখ্যা রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীতে ২০ হাজার সক্রিয় সদস্য রয়েছেন। এ ছাড়া পেশাদার সেনা রয়েছেন প্রায় ৯ হাজার।

সূত্র: বিবিসি

এইচআ/ 

ডেনমার্ক নারী সেনা

খবরটি শেয়ার করুন