বৃহস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড *** ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তার শঙ্কা *** ড. ইউনূসের 'সেভেন সিস্টার্স' নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ *** 'সেভেন সিস্টার্স' নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যে 'ঝড়' থামছে না ভারতে *** বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে *** 'সংখ্যালঘু সদস্য হিসেবে এখন কতটা নিরাপদ' প্রশ্নে যা বললেন দেবপ্রিয় *** ছেলে তারেকের পরিবারের সঙ্গে লন্ডনের পার্কে ঘুরতে বেরিয়েছেন খালেদা জিয়া *** ভারতের বদলে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর চীনে কেন, ব্যাখ্যা দিলেন ড. দেবপ্রিয় *** মরণোত্তর অঙ্গদানে নিবন্ধন করেছেন ৭০ লাখের বেশি চীনা *** ইউনূস-মোদির বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেছেন, রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট বা সিন্ডিকেট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

রোববার জেলা প্রশাসকের দরবার হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। জেলা প্রশাসক বলেন, আমি জরিমানার পক্ষে নই। যারা বেআইনিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করবেন, তাদের সরাসরি জেলে পাঠানো হবে। তারা যে দলেরই হোক, আমি কোনো পক্ষপাত করবো না। যদি কেউ মনে করেন এটি হুমকি, তাহলে এটি হুমকিই।

জেলা প্রশাসক আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে কে কী করেছে, তা জানার প্রয়োজন নেই। তবে বর্তমান সরকারের সময়ে কেউ সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করলে, প্রশাসন আইনানুগ কঠোর ব্যবস্থা নেবে। ব্যবসায়ীদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে প্রশাসনের সঙ্গে আলোচনা করুন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। তবে যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে, তাহলে ছাড় দেওয়া হবে না।

ভোজ্যতেল প্রসঙ্গে তিনি বলেন, সরকার পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল আমদানি করেছে, যা শিগগিরই বাজারে আসবে। আমরা চাই না, এ নিয়ে নতুন কোনো সিন্ডিকেট তৈরি হোক। যদি কেউ সিন্ডিকেট করার চেষ্টা করে, প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: ‘পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না’

এসি/ আই.কে.জে

দ্রব্যমূল্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন