ছবি: সংগৃহীত
আমেরিকার ভারমন্ট অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার (৫ই নভেম্বর) ভোর পাঁচটা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
ভারমন্টে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আরও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট শুরু হওয়ার কথা রয়েছে। এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিউ ইয়র্ক ও ভার্জিনিয়া অন্যতম।
এবারের নির্বাচনে আমেরিকায় মোট ২৪ কোটি ৪০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। ইতোমধ্যেই প্রায় ৮ কোটি ২০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।
আরও পড়ুন: জলহস্তীর ভবিষ্যদ্বাণী, ট্রাম্পই হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট!
পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইট অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনে আমেরিকার দুই-তৃতীয়াংশ (৬৬ শতাংশ) ভোটার ভোট দিয়েছিলেন, যা ছিল ১৯০০ সালের পর কোনও জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ভোটের সংখ্যা। এবারের নির্বাচনে ঠিক কত সংখ্যক ভোটার অংশ নেবেন তা-ই এখন দেখার বিষয়।
এসি/কেবি