শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যেমন ছিলো দেশের প্রথম বাজেট, কেমন হবে এবারের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

প্রতিবছরের ন্যায় এবারও চলতি অর্থবছরের চেয়ে টাকার অঙ্ক আরও বাড়িয়ে আগামী ৬ই জুন (২০২৪-২০২৫) অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। আগামী অর্থবছরের বাজেটে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাবে বলে মনে করেন অর্থমন্ত্রী।

১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর দেশের প্রথম বাজেট ঘোষণা করা হয় ১৯৭২ সালের ৩০ জুন। যার আকার ছিল ৭৮৬ কোটি টাকা। জেনে নেয়া যাক কেমন ছিল সদ্য স্বাধীন হওয়া সার্বভৌম বাংলাদেশের প্রথম বাজেট।

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। বাংলাদেশের উত্থাপিত প্রথম বাজেটের থেকে বর্তমান সম্ভাব্য বাজেটের আকার হবে প্রায় সাড়ে ৭০০ গুণের থেকেও বড়। স্বাধীনতার পর থেকে টানা তিনটি বাজেট (১৯৭২-৭৩, ১৯৭৩-৭৪, এবং ১৯৭৪-৭৫ অর্থবছর) উত্থাপন করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। স্বাধীনতার পরের তিনটি বাজেটের আকার ছিল যথাক্রমে ৭৮৬ কোটি টাকা, ৯৯৫ কোটি টাকা, এবং ১ হাজার ৮৪ দশমিক ৩৭ কোটি টাকা।

১৯৭১ সালের ১৯ জুলাই প্রথম বাজেটটি দিয়েছিল মুজিবনগর সরকার। তখন অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন এম মনসুর আলী। যার অনুমোদন দেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।

ওই বাজেটের ব্যাখ্যামূলক টীকায় বলা ছিল, ‘আমাদের এখন স্বাধীনতা যুদ্ধের জন্য দরকারি ও  অপরিহার্য ব্যয় মেটাতে বাজেট তৈরি করতে হচ্ছে। যেটা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধ প্রক্রিয়ায় সাহায্য করবে। বাজেট জুলাই থেকে সেপ্টেম্বর ১৯৭১-এই তিন মাস সময়ের জন্য তৈরি করা হয়েছে। এই আশায় এটা করা হয়েছে যে, আমরা এই সময়ের মধ্যেই দেশকে স্বাধীন করতে পারব। অধিকাংশ সংগঠন সম্প্রতি স্থাপিত হয়েছে অথবা স্থাপিত হচ্ছে বিধায় বাজেট বরাদ্দ তৈরি করা হয়েছে কোনো বাস্তব (নিরীক্ষা) ব্যতিরেকে।’

দেশের প্রথম ওই বাজেটে আয় ধরা হয়েছিল ৭ কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৯৯৮ টাকা, ব্যয় ধরা হয় ৮ কোটি ৬২ লাখ ৪৮ হাজার ২০৪ টাকা। ফলে সেট বাজেটে ঘাটতি ছিল ৮৮ লাখ, ২৯ হাজার ২০৬ টাকা।

১৯৭২ সালের ৩০ জুন একইসঙ্গে দুটি অর্থবছরের বাজেট পেশ করেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। ১৯৭১-৭২ সালের বাজেটটি ছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে ১৯৭২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের।

আর ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেটের শুরু ছিল ১ জুলাই ১৯৭২ সাল থেকে, শেষ ৩০ জুন ১৯৭৩।

ওই বাজেটের আয়-ব্যয়ের হিসাব ছিল একটি ভিন্ন ধরনের। যেমন, রাজস্ব আয় ধরা হয়েছিল ২৮৫ কোটি ৩৮ লাখ টাকা, এবং ব্যয় ২১৮ কোটি ৪৩ লাখ টাকা। আবার উন্নয়ন, পুনর্নির্মাণ ও পুনর্বাসন বাজেট ঠিক করা হয়েছিল ৫০১ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ছিল ৩১৮ কোটি ৩০ লাখ টাকা।

ওআ/ আই.কে.জে




বাজেট

খবরটি শেয়ার করুন