ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে। ভারতের দুটি সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটিই জানিয়েছেন। বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো নাম প্রকাশে অনিচ্ছুক।
সম্প্রতি ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভারতের আমেরিকার রপ্তানির ওপর নতুন ২৫ শতাংশ শুল্ক ছাড়াও, রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও তেল কেনার কারণে অতিরিক্ত নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। গত শুক্রবার (১লা আগস্ট) সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি শুনেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না।
তবে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো পরিবর্তন আসবে না। একটি সূত্র রয়টার্সকে বলেছে, ‘এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। রাতারাতি কেনা বন্ধ করা এত সহজ নয়।’
ভারতের তেল কেনার ন্যায্যতা দাবি করে দ্বিতীয় একটি সূত্র জানায়, রাশিয়ান গ্রেডের তেল আমদানি বিশ্বব্যাপী তেলের মূল্যবৃদ্ধি এড়াতে সাহায্য করেছে। পশ্চিমা দেশগুলোর রাশিয়ান তেল খাতের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও তেলের দাম নিয়ন্ত্রণেই রয়েছে। সূত্রটি আরও উল্লেখ করেছে, ইরান ও ভেনেজুয়েলার তেলের মতো রাশিয়ার অপরিশোধিত তেল সরাসরি নিষেধাজ্ঞার আওতায় নেই এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্ধারিত বর্তমান মূল্যসীমার নিচে এটি কিনছে।
নিউইয়র্ক টাইমসও গতকাল শনিবার দুজন নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভারত সরকারের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।
খবরটি শেয়ার করুন