শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

বাংলাদেশি অভিনেতা অর্ক দাশের বিশ্বজয়, সিনেমা বানাচ্ছেন অস্ট্রেলিয়ায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজির প্রেক্ষাগৃহে গত ৬ই মার্চ মুক্তি পেয়েছে ‘মাই মেলবোর্ন’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যানথোলজি সিনেমাটিতে ইন্দ্রনীল চরিত্রে অভিনয় করেন চট্টগ্রামের সন্তান অর্ক দাশ। ছবিটিতে উঠে এসেছে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জীবনের গল্প।

সিনেমাটি নির্মাণ করেছেন ইমতিয়াজ আলী, কবির খান, রিমা দাস, ওনিরের মতো ভারতের প্রথম সারির নির্মাতারা। গত বছরের আগস্টে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে’ সিনেমাটির প্রিমিয়ার হয়। সিনেমাটি ১৪ই মার্চ ভারতে মুক্তি পায়।

সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত ও দীপা দাশগুপ্তের একমাত্র সন্তান অর্ক দাশ। গত ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমির আয়োজিত অমর একুশে বইমেলার নানা দিক নিয়ে সুখবর ডটকমকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন প্রবাসী সাংবাদিক অজয় দাশগুপ্ত। 

চট্টগ্রামের সন্তান অর্ক দাশ ইতিমধ্যে অস্ট্রেলিয়ান চলচ্চিত্রশিল্পে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। তিনি অভিনেত্রী নিকোল কিডম্যান, দেব প্যাটেল অভিনীত ‘লায়ন’ ও ক্রিকেটার ব্রেট লি অভিনীত ‘আনইন্ডিয়ান’র মতো সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া বলিউড ও হলিউডের মূলধারার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে নতুন সংযোজন ‘মাই মেলবোর্ন’।

২০২৩ সালে সিডনিতে এবিসি চ্যানেলের ফিচার ফিল্ম ‘হেয়ার আউট ওয়েস্ট’-এ অভিনয়ের জন্য অস্ট্রেলিয়ার ‘লোগি অ্যাওয়ার্ডসে’ সেরা পার্শ্ব অভিনেতা মনোনীত হন অর্ক। সিনেমাটি সিডনি চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র ছিল। 

ছবিটিতে পশ্চিম সিডনিতে বসবাসরত বাঙালি, ভারতীয়, কুর্দি ও ভিয়েতনামিজসহ বিভিন্ন জনগোষ্ঠীর খাবারের সংস্কৃতি তুলে ধরা হয়েছে। 

সিনেমাটি মুক্তির সময় স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্ক জানিয়েছিলেন, সিনেমাটিতে আসলে পরিবার এবং এক প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের দূরত্ব ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সমালোচকদের কাছে প্রশংসিত সিনেমাটি এবিসির স্ট্রিমিং সার্ভিসে মুক্তি পায়।

মঞ্চে অভিনয়েও সুনাম কুড়িয়েছেন অর্ক। অস্ট্রেলিয়ার অনসাম্বল থিয়েটারে ‘অ্যানিমেলস আউট অব পেপার’-এ অভিনয় করে ‘সিডনি থিয়েটার পুরস্কারে’ সেরা নবাগত অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছিলেন।

এক দশকের বেশি সময় ধরে লেখক, পরিচালক ও অভিনেতা হিসেবে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করছেন অর্ক দাশ। তার প্রথম কাজ ওয়েব সিরিজ ‘দ্য কাজুয়ালস’। এটি ২০১৪ সালে মুক্তি পায়। 

অভিবাসী শ্রমিকদের জীবন নিয়ে অর্ক দাশের লেখা ও পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খানাখাজানা’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। চলচ্চিত্রটিকে ফিচার ফিল্ম হিসেবে নির্মাণের জন্য সম্প্রতি স্ক্রিন অস্ট্রেলিয়া থেকে তহবিল পেয়েছেন অর্ক।

সিডনির অভিবাসী শ্রমিকদের কঠোর বাস্তবতা নিয়ে নির্মীয়মাণ ফিচার ফিল্মটির নাম হবে ‘খানা’। চলচ্চিত্রটি বাংলাদেশি-অস্ট্রেলিয়ান সম্প্রদায়ের জীবনযাত্রা ও সংস্কৃতির একটি প্রতিচ্ছবি হবে। 

১৯৯০-এর দশকে দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান অর্ক দাশ। সিডনির পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় বেড়ে উঠেছেন তিনি। তবে বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রামের স্মৃতি তার কাছে স্পষ্ট। নুহাশ হুমায়ূনসহ আরও অনেক তরুণ নির্মাতার সঙ্গে যোগাযোগ আছে তার। ভবিষ্যতে জন্মভূমিতে কাজ করার ইচ্ছা আছে অর্কের।

এইচ.এস/

অীভনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250