ছবি: সংগৃহীত
চলতি ঈদে বড় পর্দা নিয়ে যতটা আলোচনা হচ্ছে, সে তুলনায় পিছিয়ে আছে ছোট পর্দা। অন্য সময়ের তুলনায় এবার টেলিভিশন ও ইউটিউবে নাটকের সংখ্যাও অনেক কম। তবে ইউটিউবের কয়েকটি কনটেন্ট নিয়ে আলোচনা হচ্ছে দর্শকের মধ্যে। ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা দশে একটি ইউটিউব ফিল্ম, একটি ম্যাগাজিন অনুষ্ঠানসহ দুটি নাটক জায়গা পেয়েছে।
ইউটিউব ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে আছে মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’। এটি মুক্তি পেয়েছে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে। শুক্রবার সকাল দশটা পর্যন্ত এর ইউটিউব ভিউ ৪৩ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।
এতে পাঁচ প্রজন্মের পাঁচ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু ও শিল্পী সরকার অপুকে দেখা গেছে। আরও অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এম এন ইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।
ঈদে শহরবাসী গ্রামে পরিবারের কাছে যায়। সেই পটভূমিকে অবলম্বন করে একটি পরিবারের গল্প নিয়ে ইউটিউব ফিল্মটি তৈরি হয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।
ইউটিউব ট্রেন্ডিংয়ের পাঁচে আছে নির্মাতা হাসিব হোসাইনের ‘মন দিওয়ানা’। সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী।
নির্মাতার ভাষ্যে ‘গল্পটা শুধু প্রেমের নয়, বন্ধুত্বেরও। যেখানে প্রেম ও বন্ধুত্বকে তুলে ধরা হয়েছে সমান্তরাল গতিতে, যা দেখে দর্শকেরা ভিন্নতার স্বাদ পাবেন।’
ইউটিউব ট্রেন্ডিংয়ে ছয়ে আছে হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হয় ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে ইত্যাদির ভিউ ছাড়িয়েছে ৪৪ লাখ ৪০ হাজার।
ইউটিউব ট্রেন্ডিংয়ে দশম স্থানে আছে মহিন খানের পরিচালনায় নাটক ‘টেলিফোনে বিয়ে’। নাটকটি মুক্তি পেয়েছে নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন