ছবি: সংগৃহীত
বিতর্ক যেন চিত্রনায়িকা পরীমণির গায়ের জামা। তিনি আলোচনায় যতটা সমালোচনায়ও ততটা । অভিনেত্রীকে একবার যেতে হয়েছে জেলেও। এক টেলিভিশনের অনুষ্ঠানে এসে ভাগ করে নিলেন জেলজীবনের অভিজ্ঞতা। জানালেন লাল দালানে গিয়ে প্রচুর গালাগাল শিখেছেন তিনি।
তার কথায়, ওই অনুষ্ঠানে পরীমনির কাছে জানতে চাওয়া হয় জেলজীবন কী শিখেছেন? জবাবে পরীমনি বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করতো।’
আরও পড়ুন: যে ঘটনায় মামলা হতে পারে শিল্পা শেঠির নামে
তার ভাষ্য, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করতো। সেসব স্মৃতি লিখে রেখেছি।’
২০২১ সালের ৪ঠা আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে র্যাব। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। তার ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল মদের বোতলও উদ্ধার করা হয়। সে সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল নায়িকাকে।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন